ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি। তারপরই আলোর উৎসব কালীপুজো। বিভিন্ন পুজো কমিটিগুলি ব্যস্ত শেষ মুহুর্তের প্রস্তুতিতে। শ্যামার আরাধনায় তৈরি হচ্ছে বাড়ির পুজোগুলিও। এর মধ্যেই নিজের ক্লাবের জন্য প্রতিমা বানাচ্ছেন কৌশিক নস্কর। হঠাৎ কেন কৌশিককের কথা তুললাম আপনাদের কাছে, আসলে কৌশিক কলকাতা পুলিসের ট্রাফিক সার্জেন্ট। তাঁকে নিয়েই ট্রাইব টিভির আজকের বিশেষ প্রতিবেদন।
তিনি সার্জেন্ট। তিনি কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগে ১১ বছর ধরে কর্মরতও বটে। আবার সেই তিনি মৃ্ৎশিল্পীও। কৌশিক নস্কর। কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগের সার্জেন্ট। তাঁর হাতেই সেজে উঠছে বেহালার সরশুনার শ্বেতপদ্ম ক্লাবের কালী প্রতিমা। এই ক্লাবের প্রায় ১৮-২০ বছর ধরে পুজো হত কিন্তু মাঝে হঠাৎ আগুন লেগে বন্ধ হয়ে যায় পুজো। ২০২৩ সাল থেকে এই ক্লাবের প্রতিমা তৈরির দায়িত্ব নেন কলকাতা পুলিসের ট্রাফিক সার্জেন্ট কৌশিক নস্কর।
আরও পড়ুন: https://tribetv.in/calcutta-high-court-instructed-to-suspension-on-rg-kar-doctor-case/
কৌশিকের বাড়িতে তিনি ছাড়াও রয়েছে তাঁর স্ত্রী ও কন্যা। যেখানে পুলিশকে নিয়ে প্রতিদিন ভুরি ভুরি অভিযোগ ওঠে সেখানে এই পুলিশ সার্জেন্টের হাত ধরে মৃন্ময়ী মা হয়ে ওঠেন চিন্ময়ী। আলোর উৎসব শুরুর আগে কৌশিকের মাটির প্রতিমা সেজে উঠছে শ্যামা রূপে। তবে নিজের পেশা সামলে কৌশিকের এই কাজে সবসময় তাঁর পরিবার ও সহকর্মীরাও উদ্দীপ্ত করে তাঁকে এই কাজে।