Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও একটি ধারাবাহিক (Kon Gopone Mon Bheseche) শেষ হওয়ার খবর পাওয়া গেল। আসলে কোনও কোনও ধারাবাহিককে খুব অল্প দিনের মধ্যেই পর্দা ছেড়ে দিতে হয়। অনেক সময় ধারাবাহিক শেষ হওয়ার পিছনে থাকে টিআরপি কম বলে। এক্ষেত্রে ‘কোন গোপনে মন ভেসেছে ‘ ধারাবাহিক ব্যতিক্রম। ২০২৩ এ শুরু হয়েছিল ধারাবাহিকটি। ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় ছিল যে , দীর্ঘদিন দর্শকদের মনোরঞ্জন করে এসেছে। তবে আজই অর্থাৎ বৃহস্পতিবার ধারাবাহিকটির শেষ শুটিং হয়ে গিয়েছে। দর্শকদের প্রিয় ধারাবাহিক শেষ হওয়ার খবরে, অনুরাগীরা দুঃখ প্রকাশ করেছেন। কবে শেষ সম্প্রচার হবে ধারাবাহিকটি ? কী জানা গিয়েছে?
শেষ সম্প্রচার (Kon Gopone Mon Bheseche)
জি বাংলার (Kon Gopone Mon Bheseche) ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ , ২০২৩ সালে ডিসেম্বর মাসে শুরু হয়েছিল। দর্শকদের মনে বিশেষ দখল করে নিয়েছে। বেশ কিছু দিন আগেও গুঞ্জন উঠেছিল, ধারাবাহিকটি শেষ হয়ে যাবে বলে। তবে সূত্র অনুযায়ী, ধারাবাহিকের আজই অর্থাৎ ২৮ আগস্ট শেষ শুটিং। একই সঙ্গে জানা গিয়েছে,৬ সেপ্টেম্বর জি বাংলার পর্দায় শেষবারের মতো সম্প্রচার হবে এই ধারাবাহিকটি।
শেষ হওয়ার গুঞ্জন (Kon Gopone Mon Bheseche)
প্রতি সপ্তাহে ধারাবাহিকটি নানা রকম টুইস্ট নিয়ে হাজির (Kon Gopone Mon Bheseche) হত দর্শকদের সামনে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) ও রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। এই জুটির কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে অসংখ্য দর্শকের। ধারাবাহিকটির শুরু থেকেই অভিনেতা-অভিনেত্রীর অভিনয় প্রশংসিত হয়েছে। প্রথমদিকে ধারাবাহিকটি টিআরপি ধরে রাখতে পারলেও পরবর্তীকালে গল্পের টুইস্ট, টিআরপির পতন পরিবর্তনের ফলে ধারাবাহিকটির অবস্থান শিথিল হতে থাকে। যার জন্য বহুবার ধারাবাহিকটি বন্ধের গুঞ্জন উঠেছিল।
ব্যতিক্রমী
‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে শ্বেতা (Shweta) অভিনয় করছেন ‘শ্যামলী ‘ চরিত্রে। বিপরীতে ‘অনিকেতে’র চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। বলা বাহুল্য, ধারাবাহিকটি শুরু হওয়া থেকে এই দুই অভিনেতা অভিনেত্রীর কেমিস্ট্রি ভীষণ পছন্দ ছিল দর্শকের। আর অনেকটা সে কারণই হয়ত ধারাবাহিকটি মেয়াদ দীর্ঘদিন। কারণ এর আগে বহু ধারাবাহিকের আয়ু খুব বেশি ছিল, তা বলা যায় না। সে ক্ষেত্রে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটি ব্যতিক্রমী। অভিনেতা রণজয় বিষ্ণু ( Ranojoy Bishnu) সমাজমাধ্যমের একটি পোস্টে গণেশ চতুর্থীর ছবি পোস্ট করার পাশাপাশি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের শেষ শুটিংয়ের কথাও জানিয়েছিলেন।
আরও পড়ুন: Pomegranate: এই ফলও হতে পারে শরীরের জন্য আশীর্বাদ!
দীর্ঘ যাত্রাপথ সমাপ্ত
ধারাবাহিকটি শেষ হওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দর্শকদের মধ্যে। কেউ দুঃখ প্রকাশ করেছেন ধারাবাহিকটি বন্ধ হওয়ার কারণে ,আবার কেউবা নতুন ধারাবাহিক আসার আলো দেখছেন। অনেকটা বলা যেতে পারে, এটি বাংলা টেলিভিশনে যুগান্তকারী মুহূর্ত, যখন প্রিয় গল্পের সমাপ্তি ও নতুন গল্পের সূচনা একসঙ্গে ঘটে। সবশেষে বলা যায় টেলিভিশনের এক দীর্ঘযাত্রা সমাপ্ত হতে চলেছে। যেখানে গল্প , অভিনেতা অভিনেত্রীদের আবেগ, দর্শকদের প্রেম ও নির্মাতাদের অক্লান্ত পরিশ্রম , সব মিলিয়ে এক নতুন মঞ্চ গড়ে উঠেছিল।