ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের (Tollywood) মোস্ট গ্ল্যামারাস অভিনেত্রী এই মুহূর্তে যদি বলা হয়ে থাকে, তাহলে কৌশানী মুখার্জী (Koushani Mukherjee Birthday)। তিনি দেখিয়ে দিয়েছেন নতুন ভাবে ফিরে আসা যায়। একটা সময় তিনি যে ধারার অভিনয় করতেন, এখন যে ঘরানার ছবিতে অভিনয় করছেন, পার্থক্য অনেক। তুলনামূলক বিচার করলে, দুই কৌশানীর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ‘বহুরূপী’ র (Bohurupi) পর ‘কিলবিল সোসাইটি’ (Killbill Society), এই ছবিগুলিতে কৌশানীর অভিনয় অনবদ্য। ব্যতিক্রমী ঘরানায় তিনি দর্শকের মধ্যে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। আজ অর্থাৎ ১৭ মে শনিবার অভিনেত্রীর জন্মদিন (Birthday)। জন্মদিনটা কীভাবে কাটালেন? প্রতিবছর জন্মদিন তাঁর কাছে কতটা স্পেশাল হয়ে থাকে?
মায়ের মতো আগলে রাখা (Koushani Mukherjee Birthday)
বনির মায়ের সঙ্গে কৌশানীর (Koushani Mukherjee Birthday) সম্পর্ক অত্যন্ত গভীর, যেন একেবারেই মায়ের মতো। বনির মা নিজের মেয়ের মতোই আদর যত্ন দিয়ে আগলে রাখার চেষ্টা করেন। অভিনেত্রী কৌশানী মুখার্জির (Koushani Mukherjee) জন্মদিন উপলক্ষে বনির মা পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) প্রচুর আয়োজন করেছিলেন। মা হারানোর পর কৌশানীর জন্মদিনটা একটু অন্যরকম। তাঁর যাতে মন খারাপ না হয় তার জন্য হবু শাশুড়ি পিয়া এই দিন বিশেষ কিছু আয়োজন করেছিলেন। তিনি প্রথমে আশীর্বাদ পর্ব, তারপর পায়েস খাইয়ে দিনটা শুরু করবেন ভেবে রেখেছেন। তাছাড়া অভিনেত্রী সম্প্রতি নিজেই নিজেকে উপহার দিয়েছেন। সম্প্রতি কালো রঙা বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনেছেন তিনি।
কী কী ভালোবাসেন অভিনেত্রী? (Koushani Mukherjee Birthday)
জন্মদিনের দিন বনিও প্রচুর উপহার দেন কৌশানীকে (Koushani Mukherjee Birthday)। তাছাড়া অনুরাগীরাও এই দিন বিশেষ আয়োজন করে রাখেন। শোনা গিয়েছে, সকাল থেকেই রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। কৌশানী চিংড়ি মাছ, পাঁঠার মাংস ভালোবাসে। সেই সব রান্নারই তোড়জোড় চলছে। আসলে অভিনেত্রী কৌশানীও বাড়ির প্রত্যেককের জন্মদিনের দিন খেয়াল রাখেন। নিজে হাতে তাঁদের জন্মদিন গুলিকে বিশেষ করে তোলেন। আর আজ তাঁর জন্মদিন। বিশেষ আয়োজন তো করতেই হবে।
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: সামান্থার জীবনে নতুন প্রেম! বিয়ের আগেই একত্রবাসের ইচ্ছা?
খুশি করার উপায়
হবু শাশুড়ি পিয়ার কথায়, কৌশানী খুবই ভালো মেয়ে। খুব আদরের মেয়ে, খালি মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। ওইটা একটু কমলে ভালো হয়। কৌশানী কাছের মানুষদের প্রত্যেকের জন্য এত ভাবে, তাই ওর জন্মদিনে এলেই কাছের মানুষরা চিন্তায় পড়ে যান। কি করলে অভিনেত্রী খুশি হবেন, সেটাই ভাবতে থাকেন। তবে নায়িকার জন্মদিনে কি পেলে খুশি হবেন ভেবে কৌশানীর ওপরই দায়িত্ব দিয়ে দেন , তাঁর পছন্দমত কিছু কিনে নিতে বলেন। আর টাকার দায়িত্ব নিজে নেন। কৌশানী এত মিশুকে, যে ওই গুণেই সবার মন জয় করে নেন তিনি।
আরও পড়ুন: Parambrata Chatterjee: হবু বাবাকে কোয়েলের টিপস, কোন স্কুলে পড়বে পরমব্রতর সন্তান?
মায়ের অভাব বুঝতে না দেওয়া
কৌশানীকে মায়ের অভাব বুঝতে দেন না হবু শাশুড়ি মা পিয়া। জন্মদিনের আগে থেকেই কেক কাটা শুরু হয়ে যায়। কৌশানীকে পুরো নিজের মেয়ের মতো আগলে রাখেন বনির মা। তার কি পছন্দ, কি খেতে ভালোবাসেন, সবকিছুর দিকেই তাঁর নজর। শুধুমাত্রই পিয়া সেনগুপ্ত নয়, বাবা, মাসি মেসো সবাই আছেন অভিনেত্রীর পাশে। জন্মদিনের সকালটা কৌশানীর বনির বাড়িতেই কাটার কথা। এমনিতেই বনির মায়ের সঙ্গে কৌশানীর খুব মিল । শুধু রাগ হলে, মাঝে পড়ে যান বনি।