ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাফল্যের মাইলস্টোন ছুঁয়েছে ‘বহুরূপী’ ছবি। তারপরেই ছোট পর্দায় ফিরছেন কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee) । এমনটাই বলছে টলিউডের (Tollywood) গুঞ্জন। কিন্তু তাঁকে কোথায় দেখা যাবে? কোনও ধারাবাহিকে নাকি কোনও রিয়্যালিটি অনুষ্ঠানে?
রিয়্যালিটি অনুষ্ঠানের বিচারকের আসনে কৌশানি (Koushani Mukherjee)
গত বছরের পুজোতে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ (Bohurupi) ছবিতে নতুন রূপে দেখা গিয়েছে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে (Koushani Mukherjee)। তারপর থেকে তিনি ‘টক অফ দ্য টাউন’। শুধু তাই নয়, সৃজিত মুখার্জির (Srijit Mukherji) ‘কিলবিল সোসাইটি’তে (Killbill Society) তাঁকে দেখা যাবে অন্যতম চরিত্রে। এসবের মাঝে শোনা গেল আরেকটি খবর। শোনা যাচ্ছে, অভিনেত্রীকে এবার দেখা যাবে ছোট পর্দায়। যদিও তাঁকে কোনও ধারাবাহিকে নয়, বরং দেখা যাবে রিয়্যালিটি অনুষ্ঠানের বিচারকের আসনে।
ছোট পর্দায় কবে দেখা যাবে কৌশানিকে? (Koushani Mukherjee)
শোনা যাচ্ছে, মার্চের প্রথম সপ্তাহে জি বাংলার (Zee Bangla) সারেগামাপার (Sa Re Ga Ma Pa) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। তারপরই ওই সময় সম্প্রচারিত হবে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ডান্স বাংলা ডান্স’। সেখানেই বিচারকের আসনে থাকবেন কৌশানি (Koushani Mukherjee)। এখনও এই বিষয়ে কৌশানির তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে মঙ্গলবার থেকে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) এর শুটিং শুরু হয়ে যাওয়ার কথা। যেটি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে, প্রতি শুনি-রবিবার রাত সাড়ে ন’টায়।
আরও পড়ুন: Pathaan 2: বক্স অফিসে নতুন ঝড়ের ইঙ্গিত, পাঠানকে টেক্কা দিতে আসছে ‘পাঠান ২’!
ডান্স বাংলা ডান্সের খুঁটিনাটি
বর্তমানে টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় রয়েছেন কৌশানি। বিশেষ করে ‘বহুরূপী’ মুক্তির পর পুরনো ফর্মে ফিরেছেন তিনি। তাঁর এই জনপ্রিয়তায় বসতে চলেছেন বিচারকের আসনে। এছাড়াও ‘ডান্স বাংলা ডান্স’ এ বিচারকের আসনে দেখা যাবে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। শুধু কৌশানি নন, এই রিয়্যালিটি শো দিয়ে ছোট পর্দায় ফিরছেন যীশু সেনগুপ্ত। তিনিও থাকবেন বিচারকের আসনে। এছাড়াও থাকবেন শুভশ্রী গাঙ্গুলী। যদিও শুভশ্রীকে বিগত কয়েক বছর ধরে ‘ডান্স বাংলা ডান্স’ এর বিচারকের আসনে দেখা গিয়েছে। এছাড়াও দেখা গিয়েছে পূজা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনি রায়কেও। ২০২৫ এর ‘ডান্স বাংলা ডান্স’ সঞ্চালনায় থাকতে পারেন অঙ্কুশ হাজরা।

আরও পড়ুন: Ahona Dutta: দিদার মৃত্যুতে শোকে কাতর ‘অহনা’, ক্ষোভ উগরে দিলেন মায়ের বিরুদ্ধে!
দর্শকদের কৌতূহল
প্রসঙ্গত, আগের বারোটি সিজনের সাফল্যের পর খুব শীঘ্রই আসতে চলেছে ডান্স বাংলা ডান্স সিজন ১৩। গত কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় অডিশন হয়েছে। নৃত্যের এই রিয়্যালিটি শো’কে কেন্দ্র করে আগাগোড়াই দর্শকদের বিপুল কৌতূহল থাকে। এবারও রয়েছে অনেক চমক।