ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীর (Pahalgam Terror Attack)।বাংলার ৩ জন-সহ ২৬ জন নিরাপরাধ পর্যটকের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রত্যেককেই মারা হয়েছে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে।ভূস্বর্গ ভ্রমণের আনন্দ নিতে প্রচুর বাঙালি পর্যটক ভিড় জমিয়েছিলেন।ঠিক তেমনি কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে হানিমুনে গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস ও দেবশ্রুতি দাস।তবে জঙ্গি হানায় বরাত জোড়ে প্রাণে বাঁচলেন এই দম্পতি। জঙ্গি হানা থেকে বেঁচে ফেরায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন দুজনে।
বরাত জোড়ে প্রাণে বাঁচলেন নবদম্পতি (Pahalgam Terror Attack)
কৃষ্ণনগরের বউবাজার এলাকার নবদম্পতি সুদীপ্ত দাস ও দেবশ্রুতি দাস। বিয়ের পর কাশ্মীরে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন তাঁরা৷মঙ্গলবার জঙ্গিরা পহেলগাঁওয়ের বৈসরণে হামলা চালায় (Pahalgam Terror Attack)। ওই এলাকাটি মিনি সুইজারল্যান্ড নামেও পরিচিত। সেখানেই যাওয়ার কথা ছিল সুদীপ্ত এবং দেবশ্রুতির। কিন্তু শেষ মুহূর্তে একটা সিদ্ধান্ত বদলই বাঁচিয়ে দিল কৃষ্ণনগরের দম্পতিকে। মিনি সুইজারল্যান্ড ভ্রমণে না গিয়ে তারা সেদিন একটু দূরে একটি শিব মন্দির দর্শনে যান তারা। আর সেই ভগবানের দর্শনই বাঁচিয়ে দিল কৃষ্ণনগরের নবদম্পতিকে।
আরও পড়ুন : Surgical Strike For Pahalgam Attack : পহেলগাঁওয়ের বদলা নিতে ফের “সার্জিক্যাল স্ট্রাইক” করবে ভারত?
আতঙ্কিত নবদম্পতি (Pahalgam Terror Attack)
সুদীপ্ত দাস জানালেন, যেখানকার ঘটনা নিয়ে এত শোরগোল, সেই জায়গাটিকে অনেকেই ‘মিনি সুইৎজারল্যান্ড’ বলে থাকেন। আসলে তাঁরাও সেদিন সেখানেই যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায়, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে হয় তাঁদের। ফলে, ওই জায়গায় না গিয়ে তাঁরা কাছাকাছি এক শিবমন্দিরে দর্শনে চলে যান।সেই মন্দিরে পুজো সেরে বাইরে বেরোতেই খবর পান সেই ভয়ঙ্কর ঘটনার (Pahalgam Terror Attack)। মুহূর্তেই বুঝতে পারেন, কতটা অল্পের জন্য তাঁরা রক্ষা পেয়েছেন। দেবশ্রুতি জানিয়েছেন, আটদিন আগে তাঁরা কাশ্মীর গিয়েছিলেন বেড়াতে। এই কটা দিন আনন্দের সঙ্গে কাটিয়েছেন। কিন্তু, অনেকের সঙ্গেই এই কদিন ঘুরেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বেঁচে নেই বলে জানতে পেরেছেন। বর্তমানে একটি হোম স্টেতে রয়েছেন তাঁরা। তবে যাদের সাথে এতদিন ঘোরাফেরা করলেন সেই সমস্ত পর্যটকদের মৃত্যুর খবর শুনে রীতিমতো আতঙ্কিত দাস দম্পতি।