ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক সময় বাংলার ছোট পর্দায় দাপিয়ে কাজ করেছিলেন অভিনেতা ক্রুশল আহুজা (Krushal Ahuja)। এখন তাঁকে দেখা যাচ্ছে হিন্দি ধারাবাহিকে (Hindi serial)। এবার ঝনকের (Jhanak) পর নাকি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে? তবে কি অভিনেতা বাংলায় আর ফিরবেন না? নতুন করে আবার তাঁকে কোন অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে?
অল্প দিনে জনপ্রিয়তা (Krushal Ahuja)
ক্রুশল আহুজা (Krushal Ahuja), টলিপাড়ায় খুব অল্পদিনেই নাম কুড়িয়েছিলেন তিনি। বাংলার ঘরে ঘরে পরিচিত হয়েছিলেন ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকের কর্ণ হিসেবে। তারপরে মুম্বাই পাড়ি দেন। সেখানেই রীতিমত সুপারহিট হয় তাঁর হিন্দি ধারাবাহিক ঝনক। লীনা গঙ্গোপাধ্যায়ের ওই ধারাবাহিকের কাজ সদ্য শেষ হয়েছে। কিন্তু প্রশ্ন হল, বাংলায় আবার কবে দেখা যাবে অভিনেতাকে? বহুদিন হল নিয়মিত ভাবে অভিনেতাকে বাংলা টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না। স্বাভাবিক ভাবেই এই প্রশ্ন উঠছে দর্শকদের মনে।
নতুন কাজের অফার (Krushal Ahuja)
আপাতত গুঞ্জন বলছে, অভিনেতার (Krushal Ahuja) হাতে আরেকটি হিন্দি ধারাবাহিকের কাজের অফার এসেছে। সোজা কথায়, ব্যস্ত সময় পার করছেন তিনি। একটি ধারাবাহিকের কাজ শেষ না হতে হতেই নতুন কাজের অফার। স্বাভাবিক ভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি অভিনেতাকে আর টলিপাড়ায় দেখাই যাবে না? পাকাপাকি ভাবে তিনি মুম্বাইতেই কাজ করবেন! আপাতত এই বিষয়ে অভিনেতার তরফ থেকে কোনও রকম মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: Arya Dasgupta: সিরিয়ালে আর্যর কাম ব্যাক, নায়ক হতে পারবেন না বড় পর্দায়?
চলছে প্রস্তুতি
এখন ক্রুশলের বিরতি নেওয়ার সময় নেই। শুরু হয়ে গিয়েছে আগামী ধারাবাহিকের জন্য জোর প্রস্তুতি। এও শোনা যাচ্ছে, পালকি মলহোত্রার প্রথম ধারাবাহিকেই দেখা যাবে অভিনেতাকে। তাও আবার নায়কের চরিত্রে। পালকি মালহোত্রা হিন্দি ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। এর আগে তিনি একাধিক হিন্দি ধারাবাহিকে কার্যকরী পরিচালক হিসেবে কাজ করেছেন। তবে নতুন ধারাবাহিকের নাম এখনও ঠিক হয়নি। জানা যায়নি নায়িকার নামও। ধারাবাহিকের কাজের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে যদি সব ঠিক থাকে তাহলে হয়ত আগামী দিনেই হিন্দিতে নতুন আরেকটি ধারাবাহিকে নায়ক হিসেবে দেখতে পাবেন ক্রুশল আহুজাকে।
আরও পড়ুন: Ahona Dutta: মাতৃত্বকালীন সময়ে পাশে নেই মা, অহনার খেয়াল রাখছেন সহকর্মীরা?
তৃতীয় ধারাবাহিক
অভিনেতার শেষ বাংলা ধারাবাহিক ছিল ‘কি করে বলবো তোমায়’। যে ধারাবাহিকটি শুরু হয়েছিল ২০১৯ সালে। শেষ হয় ২০২১ এ। তারপর বাংলা ধারাবাহিকে অভিনেতাকে দেখা যায়নি। আর ওই একই বছরে অভিনেতার প্রথম হিন্দি ধারাবাহিক ছিল ‘রিস্তা কা মঞ্ঝা’। তারপর ২০২৩ থেকে শুরু হয় ঝনক। আর এবার ক্রুশল অভিনয় করবেন হিন্দিতে। এটি হতে পারে তাঁর তৃতীয় ধারাবাহিক।