ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কুম্ভ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় মেলা। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই মেলা শুরুর আগে কলকাতায় এসে প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে রোড শো করলেন উত্তরপ্রদেশের বনমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
৩০ থেকে ৪৫ দিন ধরে চলে মহাকুম্ভ মেলা। পূণ্যার্জনের আশায় এই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রয়াগরাজ মহাকুম্ভে আসেন কয়েক লাখ মানুষ। মহাকুম্ভকে ভারতের বহুত্বের মধ্যে ঐক্যের এক অনন্য উদযাপন হিসেবে তুলে ধরতে সোমবার বঙ্গ সফরে এসে সেই বার্তায় দেন উত্তরপ্রদেশের বনমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা।
বলেন, ‘উত্তরপ্রদেশ সরকারডিজিটাল মহাকুম্ভ আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ।’ উন্নত প্রযুক্তি ব্যবহার করে মহাকুম্ভে আগত তীর্থযাত্রীদের সংখ্যা নির্ভুলভাবে নিরূপণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কুম্ভমেলায় অংশগ্রহন করার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানান তিনি।
আরও পড়ুন:https://tribetv.in/girlfriend-took-revenge-of-blackmail-by-cutting-genitals-of-lover/
কথিত আছে, কুম্ভমেলার সময় গঙ্গায় স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং সে মোক্ষ লাভ করে। মন্ত্রী আরও বলেন, “২০১৯ সালের প্রয়াগরাজ কুম্ভের দৃষ্টান্তমূলক ব্যবস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছিল। এই বছরের মহাকুম্ভ সেটিকে ছাড়িয়ে গিয়ে আরও ভব্য এবং দিব্য হবে।” শুধু তাই নয়, মহাকুম্ভ মেলাকে পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার পাশাপাশি তীর্থযাত্রীদের সুযোগ সুবিধায় নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ।
আরও পড়ুন: https://tribetv.in/wb-cm-mamata-banerjee-attacks-yunus-govt-over-capture-of-kolkata/
মহাকুম্ভ শুধুমাত্র একটি মেলা নয়, এটি ভারতের ঐক্যের বহুত্বে এক অনন্য উদাহরণ। এই মেলাকে স্বয়ং সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করতে উত্তরপ্রদেশ সরকার যে বদ্ধপরিকর সোমবার কলকাতা এসে সেই বার্তায় দিলেন উত্তরপ্রদেশের বনমন্ত্রী অরুণ কুমার সাক্সেনা।