ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার জনপ্রিয় মুখ লাবনী সরকার (Laboni Sarkar Interview)। ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা, অভিনেত্রীর কাজের ঝুলি সমৃদ্ধ প্রচুর জনপ্রিয় এবং ভালো কাজে। এখন কাজে কাজে কাটছে সময়। অভিনেত্রী ব্যস্ত তেজপাতা ছবির শুটিং নিয়ে। শুটিং সেটে পৌঁছে গিয়েছিল ট্রাইব টিভির ক্যামেরা। লাবনী সরকারকে এখন আর ধারাবাহিকে দেখা যাচ্ছে না কেন ? একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তাও আবার সুপারহিট মেগা। তারপর হঠাৎ করেই যেন ধারাবাহিক থেকে হারিয়ে গেলেন। এর কারণ জিজ্ঞাসা করতেই কী বললেন অভিনেত্রী?
ভালোবেসে অভিনয়ে আসেননি! (Laboni Sarkar Interview)
বাবা একদমই পছন্দ করতেন না, যে মেয়ে অভিনয়ে আসুক। বাবা চাইতেন মেয়ে পড়াশোনা করুক। তবে মায়ের সাপোর্ট পেয়েছেন। ভালোবেসে অভিনয়ে আসেননি (Laboni Sarkar Interview)। অভিনয় করতে করতে অভিনয়কে ভালোবেসে ফেলেছেন। বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক কাজ দিয়ে সমৃদ্ধ করেছেন লাবনী সরকার।
অফার পেয়েও করেন না ধারাবাহিক (Laboni Sarkar Interview)
ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু এখন অভিনেত্রীকে কেন সেভাবে আর ধারাবাহিকে দেখা যায় না? এ বিষয়ে ট্রাইব টিভিকে লাবনী সরকার (Laboni Sarkar Interview) বলেন , “সবকিছুর একটা বয়স থাকে। মানুষ বয়সের সাথে সাথে ঋদ্ধ হয়। সেই জায়গা থেকে আজকে বাংলা সিরিয়াল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে ধরনের চরিত্র আমাকে অফার করা হয় , আমি তার মধ্যে কিছুই খুঁজে পাই না। আমি মনে করি, আমার এগুলো করা উচিত নয়। ঠিক সেই কারণেই আমি এখন আর সিরিয়াল করিনা। এছাড়া আর কোনও কারণ নেই। সিরিয়ালের এখন চরিত্র গল্প কোনওটাই পছন্দ হয় না।”
আরও পড়ুন: Mardaani 3: রানী মুখার্জির চোখে প্রতিশোধের আগুন! বন্দুক হাতে কাকে টার্গেট করলেন ?
ধারাবাহিকে অসুস্থ মানসিকতার গল্প!
টিআরপির জন্য পর্দায় সম্পর্কের অহেতুক জটিলতা পছন্দ নয় অভিনেত্রীর। চান, সম্পর্কের বাস্তব গল্প যেন পর্দায় থাকে। লাবনী সরকারের বক্তব্য, “আমার মেয়ে যে বাড়ির বউ হয়ে যাবে, আমি চাইব সেই বাড়ির মহিলা আমার মেয়েকে বুক দিয়ে আগলে রাখুক। তাহলে আমি কেন অন্যের বাড়ির মেয়েকে আপন করতে পারব না? তাহলে তো আমি মানুষ হিসেবে সুস্থ মানুষ নই। এখন আমরা সব সময় শুনি টিআরপি-টিআরপি।

‘আমি কিছু ভুল বুঝলাম না তো?’
টিআরপির জন্য যদি এরকম অসুস্থ মানসিকতার সম্পর্ক দেখাতে হয়, সেটা সমাজের জন্য ভালো নয়। টিভির মতো একটা শক্তিশালী মাধ্যমে, মা মেয়ের সম্পর্কের যে স্বাভাবিক রূপ হওয়া উচিত সেটা যদি দেখায় তাহলে বিষয়টা অনেক ভালো। এই সম্পর্কের মধ্যেও কিন্তু অসম্ভব অশান্তি আছে। কিন্তু অশান্তি করার সময় মনে রাখতে হবে, আমি যা বলছি তা সব সময় ঠিক না। আমাকেও আমার জায়গায় দাঁড়িয়ে ভাবতে হবে, আমি কিছু ভুল বুঝলাম না তো?”
কীভাবে সময় কাটান?
অভিনেত্রী কি মঞ্চে সময় দিতে পারেন ? এ বিষয়ে অকপটে বলেন, ” আমি অভিনয় করব বলে অভিনয়ে আসিনি। অভিনয় করতে করতে আমার অভিনয়ের প্রতি প্রেম শুরু হয়েছে। আমি শুধু অভিনয় করব, অভিনয় ছাড়া বাঁচতে পারব না, এমন কোনও কথাতে আমি বিশ্বাসী নই। এই বয়সে এসে আমার যেগুলো করতে ইচ্ছা হচ্ছে সেগুলো করছি। অন্য ধরনের কাজ, যেমন কিছু দুঃস্থ মানুষকে নিয়ে কাজ, এগুলো আমার করতে ভালো লাগছে। আমি সেখানেই এখন বেশি সময় কাটাই।”