ট্রাইব টিভি বাংলা : আইনি জটিলতার মুখে ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)। তাঁর বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিরুদ্ধে লক্ষ্য কর্নাটকের হাই কোর্টে আবেদন করেছিলেন। তবে হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। ফলে কেরিয়ার রক্ষা করতে আইনি লড়াইয়ে নামতে হবে লক্ষ্যকে (Lakshya Sen)।
বয়স ভাঁড়ানোর অভিযোগের সূত্রপাত (Lakshya Sen)
২০২২ সালের ডিসেম্বরে লক্ষ্য সেন (Lakshya Sen), তাঁর পরিবার ও কোচ বিমল কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। নাগরাজ এমজি নামে এক ব্যক্তি এই অভিযোগ তোলেন। দাবি করা হয় লক্ষ্য সেন (Lakshya Sen) এবং তাঁর দাদা চিরাগ সেনের জন্মের শংসাপত্র নকল করেছে তাঁর পরিবার ৷ জন্মের শংসাপত্রে দু’জনেরই বয়স প্রায় আড়াই বছর কমানো হয়েছে। ফলে তারা বয়সভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অনৈতিক সুবিধা পেয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, লক্ষ্য সেনের বাবা তাঁর দুই সন্তানকে ২০১০ সাল থেকে জুনিয়র ক্যাটিগরিতে ব্যাডমিন্টন খেলাচ্ছেন। আর এটা করতে গিয়ে তিনি দুই সন্তানের বয়স ভাঁড়িয়েছেন তিনি। নাগরাজ এমজি এর আগে বিভিন্ন স্তরে লক্ষ্য ও তাঁর পরিবারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেন।
লক্ষ্য সেনের দাবি (Lakshya Sen)
লক্ষ্য সেন (Lakshya Sen) নাগরাজ এমজির তোলা অভিযোগের বিরুদ্ধে পালটা আবেদন করেন। দাবি করেন, নাগরাজের অভিযোগ ভিত্তিহীন, ব্যক্তিগত শত্রুতার কারণে এই মামলা দায়ের করা হয়েছে। লক্ষ্য সেন তাঁর হলফনামায় দাবি করেন, নাগরাজের অভিযোগ শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভের কারণে তোলা হয়েছে। ২০২০ সালে প্রকাশ পাড়ুকোনের ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে তাঁর মেয়ে ভর্তি হতে পারেননি। সেই সময় লক্ষ্য সেন সেখানে ট্রেনিং করতেন। নাগরাজের মেয়ে সুযোগ না পাওয়ায় জন্য তাঁর পরিবারকে অপদস্থ করতে নাগরাজ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বলে লক্ষ্য সেন তাঁর হলফনামায় দাবি করেন।
আরও পড়ুন : “বাবর আজম ‘প্রতারক’, শুরু থেকেই ভুল পথে”; কেন বললেন শোয়েব আখতার
লক্ষ্যর হলফনামা খারিজ হাই কোর্টের
কিন্তু লক্ষ্য সেনের এই হলফনামা খারিজ করে দিয়েছে কর্নাটক হাই কোর্ট। বিচারপতির মতে, নাগরাজের অভিযোগ উড়িয়ে দেওয়া সম্ভব নয়, তদন্তের জন্য যথেষ্ট প্রাথমিক প্রমাণ রয়েছে। ফলে, পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্য সেনের বিরুদ্ধে এই মামলার তদন্ত এখন অব্যাহত থাকবে।
আরও পড়ুন : বিরাট কোহলির নতুন মাইলফলক! দ্রুততম ১৪,০০০ রান ছোঁয়া ব্যাটসম্যান হলেন তিনি
লক্ষ্য সেনের কেরিয়ার ও আইনি জটিলতা
বর্তমানে লক্ষ্য সেন ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম উজ্জ্বল তারকা। ২৩ বছর বয়সি এই শাটলার ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক জিতেছেন। তাঁর ঝুলিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, টমাস কাপে সোনা, এশিয়ান গেমসে রুপো, কমনওয়েলথ গেমসে সোনা এবং রুপো। অল ইংল্যান্ডে রানার্স আপ হয়েছেন তিনি। সামনেই অল ইংল্যান্ড প্রতিযোগিতা রয়েছে। এই আইনি জটিলতায় সংকটে লক্ষ্য সেনের কেরিয়ার।