Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান প্রযুক্তির যুগে ল্যাপটপ ও অন্যান্য (Laptop Side Effect) বৈদ্যুতিন ডিভাইস ব্যবহার করে কাজ করা একটি সাধারণ অভ্যাস।
কী হয়? (Laptop Side Effect)
তবে, পায়ের উপর ল্যাপটপ রেখে দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে ত্বকে (Laptop Side Effect) যে সমস্যা হতে পারে, তা অনেকেই জানেন না। ল্যাপটপের তাপ ত্বকের উপর চাপ পড়লে তা লাল হয়ে যায় এবং পরবর্তীতে ত্বকের মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে।
ত্বকের সমস্যা
এই সমস্যা ‘টোস্টেট স্কিন সিনড্রোম’ নামে পরিচিত। দীর্ঘ সময় ধরে ত্বকে প্রচণ্ড তাপ ঢুকলে ত্বকের মেলানিন রঞ্জক ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে ত্বক কালচে হয়ে যেতে পারে এবং গুটি গুটি ফুসকুড়ি বা র্যাশ দেখা দিতে পারে। ছোট শিশুদের ক্ষেত্রে, যাঁরা ল্যাপটপের উপর বসে ভিডিয়ো গেম খেলে, তাঁদের ত্বক আরও স্পর্শকাতর হয় এবং তাপের কারণে দ্রুত সমস্যা তৈরি হতে পারে।
আরও পড়ুন: Neem Leaves Benefits: জেনেন কি বসন্তের বিভিন্ন রোগের ঝুঁকি কমায় নিম পাতা?

চিকিৎসকদের মত
চিকিৎসকেরা সুপারিশ করছেন, যদি ল্যাপটপ পায়ের উপর রাখতে হয়, তবে একটানা ৩০ মিনিটের বেশি না রাখার চেষ্টা করুন। হট প্যাড ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে রাখুন এবং ১০ মিনিটের বেশি শরীরের উপর না রাখার চেষ্টা করুন। যদি ‘টোস্টেট স্কিন সিনড্রোম’ এর লক্ষণ দেখা দেয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এই সমস্যাগুলি পরবর্তীতে ত্বকের ক্যানসারের কারণও হয়ে উঠতে পারে। সচেতন থাকুন, সুস্থ থাকুন!