Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লশকর-ই-তইবা (LeT)-র সহ-প্রতিষ্ঠাতা এবং মুখপত্রের সম্পাদক আমির হামজ়া গুরুতরভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন (Lashkar-e-Taiba)। মঙ্গলবার পাকিস্তানের লাহৌরের একটি সামরিক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ৬৬ বছর বয়সি এই জঙ্গি নেতার কীভাবে জখম হলেন, তা এখনও পরিষ্কার নয়। তবে সূত্রের খবর অনুযায়ী, নিজের বাসভবনেই তিনি আহত হন, যার পর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সংগঠনের ভিতরে উত্তেজনা (Lashkar-e-Taiba)
ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায়(Lashkar-e-Taiba)। লশকর ঘনিষ্ঠ কয়েকটি ‘টেলিগ্রাম’ চ্যানেলে আমিরের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সংগঠনের ভিতরে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই এই সময় সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, এবং ঘটনাটিকে ‘সঙ্ঘের বিরুদ্ধে চক্রান্ত’ বলে উল্লেখ করেছেন।এই ঘটনার গুরুত্ব বেড়ে যায়, কারণ মাত্র তিন দিন আগেই লশকর-ই-তইবার অপর এক শীর্ষ নেতা আবু সইফুল্লা অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হন(Lashkar-e-Taiba)। একাধিক গোয়েন্দা সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে, লশকরের শীর্ষ নেতৃত্বের উপর কোনও অভ্যন্তরীণ বিদ্বেষমূলক ষড়যন্ত্র বা বাহ্যিক হামলার পরিকল্পনা হতে পারে। ফলে লশকর নেতৃত্বের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, এমনকি আইএসআই এখন নিজেরাই নেতাদের সুরক্ষা দিচ্ছে, যা পাকিস্তান প্রশাসনের অস্বীকার সত্ত্বেও অনেক কিছু ইঙ্গিত করছে।
কে এই আমির হামজ়া?(Lashkar-e-Taiba)
পাকিস্তানের (Shehbaz Sharif) পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার বাসিন্দা আমির হামজ়া দীর্ঘদিন ধরেই লশকরের প্রচারমূলক কর্মকাণ্ডের প্রধান(Lashkar-e-Taiba)। ২০১২ সালে তাঁকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে আমেরিকা। হাফিজ সঈদের অত্যন্ত ঘনিষ্ঠ আমির, লশকরের অনেক সন্ত্রাসী পরিকল্পনার অন্যতম মাথা ছিলেন বলে গোয়েন্দাদের দাবি। ২০০৫ সালে ভারতের বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)-এ সন্ত্রাসী হামলার নীলনকশা তৈরিতে তাঁর ভূমিকা ছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। ২০১৮ সালে লশকর এবং জামাত-উদ-দাওয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপলে হাফিজের নির্দেশে আমির ‘জইশ-ই-মানকাফা’ নামে একটি নতুন সংগঠন গঠন করেন। অনেকেই তখন মনে করেছিলেন এটি লশকর থেকে বিচ্ছিন্ন একটি সংগঠন, তবে গোয়েন্দাদের মতে, এটি ছিল শুধুমাত্র ভ্রান্তি ছড়ানোর কৌশল।

আরও পড়ুন: Iran Israel Conflict : ইরানের পরমাণু ঘাঁটিতে ইজ়রায়েলি হামলার আশংকা! পেছনে হাত যুক্তরাষ্ট্রের
ভারত-পাকিস্তান সম্পর্কের ছায়া(Lashkar-e-Taiba)
এই ঘটনার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যেকার সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে(Lashkar-e-Taiba)। সম্প্রতি কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর ‘সিঁদুর’ অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ভারতের অভিযোগ, পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত এবং আশ্রয় দিয়ে চলেছে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। বিশেষজ্ঞদের মতে, আমির হামজ়ার ওপর এই হামলা (যদি পরিকল্পিত হয়ে থাকে) তাহলে তা হয় সংগঠনের ভেতরের দ্বন্দ্বের ফল, অথবা পাকিস্তানের ‘ডিপ স্টেট’ নিজেই কোনও কৌশলগত পদক্ষেপ নিচ্ছে – যার লক্ষ্য হয়তো আন্তর্জাতিক চাপে প্রতিক্রিয়া জানানো।

আরও পড়ুন: Jyoti Malhotra : পাক এজেন্টদের নাম বিভিন্ন পরিচয়ে সেভ করতেন জ্যোতি! তদন্তে উঠে এলো চঞ্চল্যকর তথ্য
কোথায় চিকিৎসাধীন ?(Lashkar-e-Taiba)
এই মুহূর্তে আমির হামজ়া সেনা-নিয়ন্ত্রিত হাসপাতালের নিরাপত্তায় চিকিৎসাধীন(Lashkar-e-Taiba)। তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা না গেলেও গোটা পরিস্থিতি ঘিরে জঙ্গি সংগঠনের মধ্যে উদ্বেগ এবং উত্তেজনা তৈরি হয়েছে। পরবর্তী সময়ে তদন্তে কী উঠে আসে, সেটাই এখন দেখার বিষয়।