ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সকাল সকাল ব্যান্ডেল লাইনে ব্যাহত(Local Train Service Disrupted) লোকাল ট্রেন পরিষেবা। জানা গেছে চলমান লোকাল ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল ওভারহেড তার। যার ফলেই ঘটে এই বিপত্তি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনে মাঝে।
ট্রেনের ওপর ওভারহেড তার ছিঁড়ে (Local Train Service Disrupted)
হাওড়াগামী ডাউন ৩৭৮২৪ নং লোকাল ট্রেনের ওপর ওভারহেড তারটি ছিঁড়ে পড়েছিল(Local Train Service Disrupted)। এর জেরে ব্যান্ডেল থেকে বর্ধমান মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এদিকে ডাউন বর্ধমান লোকালটি ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন। এদিকে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় বিভিন্ন স্টেশনে ভিড় জমেছে যাত্রীদের। অফিসযাত্রীরা ভিড় ট্রেনে নাজেহাল হতে হয়েছে।

আরও পড়ুন: Panagagarh Accident: সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১, সাদা গাড়ির চালক বাবলুকে আটক করল পুলিশ!
ইনস্পেকশন কার ঘটনাস্থলে (Local Train Service Disrupted)
পূর্ব রেলের তরফ থেকে ইনস্পেকশন কার পাঠানো হয়েছিল ঘটনাস্থলে। এদিকে দাঁড়িয়ে পড়া বর্ধমান লোকাল থেকে অনেকে যাত্রী নেমে গিয়ে রেললাইন ধরে হুগলি স্টেশনের উদ্দেশে হাঁটা শুরু করেছেন। এদিকে ওই লাইনের স্টেশনগুলিতে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে ঘোষণা করা হচ্ছে যে ফের ট্রেন চলাচল শুরু হতে অনেক সময় লাগবে। অবশেষে ১০টার পর ট্রেন চলাচল শুরু হয়।