ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনের হিথরো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরুর ঠিক আগেই ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি (Air India Flight)। ফলে রানওয়ে থেকে ফেরানো হল এয়ার ইন্ডিয়ার AI2017 নামের ফ্লাইটটিকে। বৃহস্পতিবার দুপুরে ঘটেছে এই ঘটনা, যা নতুন করে প্রশ্ন তুলছে সংস্থার প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ নিয়ে।
যাত্রা শুরুর মুহূর্তেই ত্রুটি (Air India Flight)
বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে দিল্লি থেকে যাত্রা করার কথা ছিল বোয়িং-এর এই বিমানটির (Air India Flight)। সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর যাত্রীদের নিয়ে রানওয়ের দিকে গিয়েও উড়তে পারল না AI2017। শেষ মুহূর্তে বিমানচালকদের নজরে আসে যান্ত্রিক ত্রুটি। নিরাপত্তার কথা ভেবে তৎক্ষণাৎ বিমানটি ফিরিয়ে আনা হয় টার্মিনালে।
এয়ার ইন্ডিয়ার (Air India) এক মুখপাত্র জানিয়েছেন,“যান্ত্রিক ত্রুটির আশঙ্কা হওয়ায় পাইলটরা নিরাপত্তাজনিত সিদ্ধান্ত নেন। বিমানে থাকা যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা একটি বিকল্প বিমানের ব্যবস্থা করছি।”
যাত্রীদের আতঙ্ক, ক্ষোভ (Air India Flight)
হঠাৎ করে বিমানের যাত্রা বাতিল হওয়ায় অস্বস্তি ও আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে (Air India Flight)। একাধিক যাত্রী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন, দাবি তুলেছেন বিমানের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার।

আরও পড়ুন: Digital Arrest : মহিলা চিকিৎসককে ‘ডিজিটাল গ্রেফতার’, ১৯ কোটি টাকার সাইবার প্রতারণা!
চলতি মাসেই একাধিক ত্রুটির ঘটনা (Air India Flight)
এই প্রথম নয়। এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনা গত কয়েক সপ্তাহে একাধিকবার ঘটেছে।
- কিছুদিন আগেই দিল্লি-কলকাতা উড়ানে একইভাবে রানওয়ে ছাড়ার ঠিক আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
- তারও আগে গুজরাতের আহমেদাবাদ থেকে গ্যাটউইকগামী একটি বিমানে উড়ানের পরেই সমস্যা দেখা দেয় এবং তা ভেঙে পড়ে শহরের কাছেই।
এই ধারাবাহিক ঘটনায় যাত্রীদের মধ্যে আশঙ্কা বাড়ছে এবং সংস্থার রক্ষণাবেক্ষণ নীতির উপর উঠছে প্রশ্ন।
এয়ার ইন্ডিয়ার বক্তব্য (Air India Flight)
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। প্রতিটি বিমানের যাত্রার আগে নিয়ম মেনেই প্রযুক্তিগত পরীক্ষা করা হয়। কোনও সম্ভাব্য বিপদের ইঙ্গিত পেলেই তৎক্ষণাৎ উড়ান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।”

আরও পড়ুন: Pakistan Oil Reserves : পাকিস্তানের তেলে ট্রাম্পের নজর! পাকিস্তান পাবে পেট্রোডলার ?
ভবিষ্যতের পদক্ষেপ (Air India Flight)
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করে যথাযথ মেরামতি প্রক্রিয়া শুরু হয়েছে (Air India Flight)। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে, ফ্লাইট রক্ষণাবেক্ষণের দিকটি আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর না করলে ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘনঘন দেখা দিতে পারে, যা শুধু যাত্রীদের নিরাপত্তা নয়, সংস্থার বিশ্বাসযোগ্যতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলবে।
এয়ার ইন্ডিয়ার একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় চাপে সংস্থা। যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে এবার বিমান মেরামতি এবং প্রযুক্তিগত পরিকাঠামো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে এয়ার ইন্ডিয়া।