ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অরিজিৎ সিং (Arijit Singh), যে নামের সঙ্গে সহাবস্থানে থাকে একজন বিশ্বমানের শিল্পী এবং একজন মাটির মানুষ (Lopamudra Mitra)। গোটা বিশ্বে যাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। চাইলেই মুম্বাইতে বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি তাঁর মাটির টানে রয়েছেন জিয়াগঞ্জে (Jiaganj)। সেখানেই আর পাঁচটা সাধারণ মানুষের মতো ছেলে স্ত্রীকে নিয়ে অরিজিতের সংসার। সোজা কথায়, তারকা সুলভ জীবন যাপন থেকে অনেকটা দূরেই রয়েছেন অরিজিৎ। সাদামাটা জীবনকেই তিনি ভালোবেসে আপন করে নিয়েছেন।
সম্প্রতি সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গিয়েছিলেন লোপামুদ্রা। সেখানে কী কথা হয়েছিল দুই সঙ্গীত শিল্পীর? এই বিষয়ে কেনই বা কথা বলতে চাইলেন না লোপামুদ্রা? ট্রাইব টিভির তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল লোপামুদ্রা মিত্রর সঙ্গে। কী বললেন তিনি?
অরিজিতের বাড়িতে লোপামুদ্রা (Lopamudra Mitra)
জিয়াগঞ্জে একটি অনুষ্ঠানে অরিজিৎ সিংয়ের সঙ্গে আলাপ হয় লোপামুদ্রা মিত্রের (Lopamudra Mitra)। তবে জানেন কি? লোপামুদ্রা মিত্রের গান অনেক আগে থেকেই অরিজিৎ সিং শোনেন। আলাপচারিতার সময় গায়িকাকে সে কথা জানিয়েছিলেন তিনি। লোপামুদ্রা মিত্র অরিজিতের সঙ্গে তাঁর কি কথা হয়েছে, পুরো বিষয়টা একেবারেই নিজস্ব ব্যক্তিগত স্তরেই রাখতে চেয়েছেন। আসলে কিছু কথা মনের মণি কোঠায় একান্ত নিজের স্মৃতিতে রেখে দিতে চেয়েছেন তিনি।
ছবিটি সাম্প্রতিক নয় (Lopamudra Mitra)
লোপামুদ্রার (Lopamudra Mitra) কথায়, “পুরনো একটা ছবি হঠাৎ ইমোশনালি দিয়ে ফেলেছি। এতদিন লোভ চেপে রেখেছিলাম। ফেসবুকের একটা লোভ আছে, যে লোভ থেকে ছবিটা পোস্ট করি।” আসলে বছর খানেক আগে জিয়াগঞ্জ গিয়েছিলেন লোপামুদ্রা। এখন অরিজিৎ সিংয়ের লম্বা লম্বা চুল। কিন্তু তখন অরিজিতের চুল ছোট ছিল। দেখেই বোঝা যাচ্ছিল, ছবিটি সাম্প্রতিক নয়।
আরও পড়ুন: Govinda: গোবিন্দাকে খুনের চেষ্টা, বলিউড থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
অরিজিতের সাথে লোপামুদ্রার সম্পর্ক
অরিজিৎ সিংয়ের সঙ্গে কি লোপামুদ্রা মিত্রর কোনও কাজের কথা হয়েছে? রীতিমত উত্তেজিত হয়েই গায়িকা বলেন, ” না না, অরিজিৎ সিং আমার সঙ্গে কাজ করবে কেন? একটা মানুষের সঙ্গে একটা মানুষের যেমন সম্পর্ক, আমার সঙ্গে অরিজিতের সম্পর্ক ঠিক তেমন। অরিজিতের সঙ্গে আমার কাজের কোনও সম্পর্ক নেই। জিয়াগঞ্জে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে এবং গল্প হয়েছে।”
আরও পড়ুন: Shahid-Kareena: শাহিদকে জড়িয়ে ধরতেই বদলে গেলেন করিনা! আসল কারণ জানালেন শাহিদ
গায়িকার পরম পাওয়া
এই বিষয়ে বিশদে লোপামুদ্রা মিত্র বলতে চাননি। তাঁর বক্তব্য, “এই বিষয়টা আমার কাছে ভীষণ ইমোশনাল একটা জায়গা এবং পুরোটাই ব্যক্তিগত ব্যাপার। তবে একটাই কথা, এরকম একজন মানুষ যে ভারতবর্ষে আছেন, এটা বলতে আর ভাবতে ভালো লাগে, এবং সে আমাকে চেনে। সে এত শীর্ষে থেকেও যে আমাকে চেনে, শ্রদ্ধা করে, ভালোবাসে এটা একটা পরম পাওয়া। এটা পরম শিক্ষা আমার কাছে।”