ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকালে হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাস দুর্ঘটনার (Park Street Bus Accident) কবলে পড়ে। সাতসকালে কলকাতায় হাওড়া থেকে আসা যাদবপুরগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ডিভাইডারে। ডিভাইডারে সজোরে ধাক্কা মারার পর বাসটি উঠে পড়ল ফুটপাতে। ঘটনাটি ঘটে আজ সকাল সাড়ে ন’টা নাগাদ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ব্যস্ত এলাকায়।
উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে (Park Street Bus Accident)
জানা যাচ্ছে ওই বাসে ৪৯ জন যাত্রী ছিলেন। এই ঘটনায় মোট আহত সংখ্যা ৬ জন। তাদের সঙ্গে সঙ্গে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (Park Street Bus Accident)। জানা গিয়েছে, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসটিতে যাত্রী সংখ্যা অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। ফলে বড়সড় কোনও অঘটন এড়ানো গিয়েছে।
ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে (Park Street Bus Accident)
পুলিশ সূত্রের খবর, ওই বাসের আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফুটপাতের উপর দাঁড়িয়ে থাকা দুজনও এই দুর্ঘটনায় আহত হয়েছেন (Park Street Bus Accident)। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে, এখনও কোনও প্রাণহানি ঘটেনি। বাসটি এতটাই গতিতে ছিল যে সামনের অংশটি একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে।
আরও পড়ুন: Murshidabad Situation: মুর্শিদাবাদে রাতভর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী টহল, ছন্দে ফিরছে কী?
তুলনামূলক ভাবে অনেকটাই ফাঁকা ছিল
দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও কারও চোট গুরুতর নয় বলেই প্রাথমিক ভাবে খবর। কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক কোনও গোলযোগের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তা-ও দেখা হচ্ছে। সোমবার অম্বেডকর জয়ন্তীর জন্য সরকারি ছুটি থাকায় রাস্তাঘাট তুলনামূলক ভাবে অনেকটাই ফাঁকা ছিল। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ডিভাইডারে বাসটি ধাক্কা মারার পরে সেটির সামনের দিকের দু’টি চাকা শূন্যে উঠে যায়।
যান চলাচল সাময়িক ভাবে বিঘ্নিত
ঘটনাস্থলটি শেক্সপিয়ার সরণী থানার অন্তর্গত, ফলে সেখান থেকে তড়িঘড়ি ছুটে আসেন ট্রাফিকের উচ্চ পদস্থ আধিকারিক। পুলিশ কর্মীদের প্রচেষ্টায় ক্রেন এনে ঘাতক গাড়িটিকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বাসটির গতি অত্যন্ত বেশি ছিল বলে দাবি করেছেন ওই বাসে থাকা যাত্রীরা। তবে এই দুর্ঘটনার নেপথ্যের কারণ কি, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বুধবারের এই দুর্ঘটনার জন্য রাস্তায় যান চলাচল সাময়িক ভাবে বিঘ্নিত হয়।