ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর কলকাতায় (Kolkata) বড় বাজেটের বলিউড (Bollywood ) সিনেমার শুটিং হবে (Love and War)। তাও আবার সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) ছবি বলে কথা। রীতিমত হইহই রব। বলিউডের অন্দরের গুঞ্জন বলছে, ইতিমধ্যেই উত্তর কলকাতার বিভিন্ন লোকেশন ঠিক করে নেওয়া হয়েছে। কোন ছবির শুটিং চলবে? ত্রিকোণ প্রেমের কাহিনীতে দেখা যাবে কোন বলিউড স্টারদের?
কলকাতায় ভিকি-আলিয়ার প্রেম (Love and War)
পুজোর কলকাতাকে বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালি তাঁর বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন (Love and War)। মা দুর্গাকে সাক্ষী রেখে এক ফ্রেমে দেখা যাবে ভিকি-আলিয়ার প্রেম। শুটিংয়ের তালিকায় থাকতে পারে মির্জা গালিব, লিন্ডসে স্ট্রিট, নিউমার্কেট, উত্তরের অলিগলি থেকে শুরু করে গঙ্গার ঘাট। কলকাতা জুড়ে প্রেমের মুগ্ধতা ছড়াবেন আলিয়া। অর্থাৎ পুজোর মরশুমে বলিউড তারকারা যে কলকাতায় আসছেন, তা বলা যেতে পারে।
থাকবেন না রণবীর! (Love and War)
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই এক ফ্রেমে ধরা দেবেন আলিয়া এবং রণবীর। তাও আবার সঞ্জয় লীলা বনশালির ছবিতে। সেটাই হয়েছে। জোরকদমে চলছে লাভ অ্যান্ড ওয়ার ছবির শুটিং। শোনা যাচ্ছে, হয়ত বা কলকাতার শুটিংয়ে রণবীর কাপুরকে দেখা যাবে না। তবে ভিকি কৌশল আসতে পারেন।
আরও পড়ুন: Tollywood Actress: ঢালিউডে টলি নায়িকাদের সফল ছবি! প্রশংসায় ভাসছে নেটপাড়া
সত্তরের দশকের কলকাতার প্রেক্ষাপট
ছবিতে ফুটে উঠবে সত্তরের দশকের কলকাতার প্রেক্ষাপট। কিন্তু কীভাবেই বা সঞ্জয় তাঁর ছবিতে সেই দৃশ্য তুলে ধরবেন? তা জানতে আগ্রহী দর্শক। তাছাড়া সঞ্জয় লীলা বনশালি মানে ছবি যে একটু ব্যতিক্রম হবে, তা বলাই বাহুল্য। এই ছবিতে ক্যাবারে ডান্সারের চরিত্রের দেখা যাবে আলিয়া ভাটকে। অপরদিকে একাত্তরের যুদ্ধের প্রেক্ষাপটে দুই যুদ্ধ বিমান চালকের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে। সোজা কথায়, প্রেমের গল্প। আর সেই ত্রিকোণ প্রেমের গল্পের ছোঁয়ায় রয়েছে কলকাতার দৃশ্য। সেখানে থাকবে তিলোত্তমার বনেদি বাড়ির দুর্গাপুজোর আমেজ।
দর্শক মহলে প্রত্যাশা
ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। প্রথমার্ধের শুটিং শেষ করে ফেলেছেন ভিকি, আলিয়া এবং রণবীর। এর আগে সঞ্জয়ের সাওয়ারিয়া ছবিতে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। রণবীর এবং ভিকি কৌশলকে দেখা গিয়েছিল সঞ্জু ছবিতে। স্বাভাবিক ভাবেই, দর্শক মহলে প্রত্যাশা, এবার বলিউড একটা মাস্টার পিস ছবি উপহার পেতে চলেছে। তাছাড়া পর্দায় সঞ্জয় লীলা বনশালির গল্প মানেই অনবদ্য। তাও আবার ত্রিকোণ প্রেমের গল্প। যার তিন প্রান্তে রয়েছে বর্তমানের সুপারহিট তিন বলি তারকা। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হল, বালিপাড়ার জল্পনা বলছে, ক্যামিও চরিত্রে থাকতে পারেন কিং খান। ইতিমধ্যেই শাহরুখ এবং পরিচালকের মধ্যে সাক্ষাৎ হয়েছে।