ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডে (Tollywood) নক্ষত্র পতন। সবার মন ভারাক্রান্ত করে দিয়ে চলে গিয়েছেন বিখ্যাত পরিচালক অরুণ রায় (Arun Roy)। তাঁর এই চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না পরিচালক-অভিনেতা অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay)। অরুণ রায়ের সঙ্গে খানিকটা অন্যায় হল। কেন এমন বললেন অর্ণ?
মান অভিমান (Arun Roy)
পরিচালকের (Arun Roy) সঙ্গে অভিনেতার মান-অভিমান্যের পালা চলেছিল দীর্ঘদিন। যার জেরে ‘অরণ্যের দিনরাত্রি’তে কাজ করেননি অর্ণ। আজও সেই ঘটনা মনে করে, দুঃখ রয়ে গিয়েছে অর্ণর মনে। মানসিক ভাবে ভেঙে পড়েছেন পর্দার ‘বাদল’। পরিচালক অরুণ সম্পর্কে বহু না জানা কথা ট্রাইব টিভিকে জানালেন অভিনেতা অর্ণ।
অরুণের প্রয়াণে অর্ণের আফসোস (Arun Roy)
পরিচালকের (Arun Roy) সঙ্গে অর্ণের মাঝে মধ্যেই কথা হতো। অর্ণর একটা আফসোস রয়ে গেল। সারা জীবনের জন্য। শেষবার তিনি পরিচালকের সঙ্গে দেখা করতে পারলেন না। তিনি বুধবার পরিচালকের সঙ্গে হাসপাতালে দেখা করতে যাবেন ভেবেছিলেন। কিন্তু শুটিংয়ের কাজে আটকে পড়েন। বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে গেলেন পরিচালক অরুণ রায়। পরিচালকের প্রয়াণ অভিনেতা অর্ণের কাছে একটা ব্যক্তিগত লস। অরুণ রায়ের হাত ধরে তিনি টলিউডে একটা পোক্ত জায়গা পেয়েছেন।
আরও পড়ুন: Arun Roy: কাজের সঙ্গে সমঝোতা করতেন না, জীবনযুদ্ধে হার মানলেন বাঘা যতীনের পরিচালক
অর্ণের সঙ্গে মতবিরোধ
হীরালাল ছবির কথা চলেছে সেই ২০১৩ সাল থেকে। যদিও অরুণ রায়ের হাত ধরে অর্ণর প্রথম কাজ নয়। তার আগে তিনি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজ করেন। অরুণ রায়ের পরিচালনায় হীরালাল অর্ণর দ্বিতীয় ছবি। এছাড়াও তিনি অরুণ রায়ের সঙ্গে করেছেন ‘বিনয় বাদল দীনেশ’ ছবিটি। ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি করার কথা ছিল। কিন্তু পরিচালক যে পদ্ধতিতে এই ছবির কাজ নিয়ে এগোতে চাইছিলেন, সেক্ষেত্রে অর্ণের সঙ্গে মতবিরোধ দেখা দেয়। সেই কারণে ‘অরণ্যের দিনরাত্রি’তে অর্ণ কাজ করেননি। যদিও তাঁর আফসোস নেই। কিন্তু পরিচালকের কিছুটা অভিমান হয়েছিল। সেটার জন্য অর্ণর দুঃখ রয়ে গেছে। সেই সমস্ত মান অভিমান মিটিয়ে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন অরুণ রায়।
আরও পড়ুন: Raj-Subhashree: ২০২৪-এর শেষ রাত, রাজ-শুভশ্রীর প্রেমের রাত! সাক্ষী থাকলো গোটা বিশ্ব
পরিচালকের সঙ্গে অন্যায় হল
অর্ণর কথায়, বড্ড সৎ ছিলেন পরিচালক অরুণ রায়। আজকের দিনে দাঁড়িয়ে, এমন মানুষ পাওয়া বিরল। মাথা থেকে পা পর্যন্ত সৎ। জীবনে সৎ ভাবেই বেঁচেছেন। এত সৎ মানুষ এতটা কষ্ট পেয়ে চলে গেলেন, তার সঙ্গে খানিকটা অন্যায় হল।
ফাঁকি দিয়ে চলে গেলেন
টলিউডের পরিচালক হিসেবে বেশ নাম কুড়িয়েছিলেন অরুণ রায়। তাঁকে সবাই আদ্যোপান্তর সৎ মানুষ হিসেবেই চিনতেন। অভিনেতা অর্ণর সঙ্গে মান-অভিমান হলেও, সেই মান-অভিমান তিনি মিটিয়ে নিয়েছিলেন পরে। অভিনেতাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তিনি যে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবেন, তা কে জানত? এই আক্ষেপ রয়ে গিয়েছে টলিউডের বহু কলাকুশলীর।