ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই বিয়ে, তার আগে চলছে শ্বেতা রুবেলের (Rubel Das) আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। এবার ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) সেটেই ধুমধাম করে আয়োজন করা হল রুবেলের (Rubel Das) আইবুড়ো ভাত অনুষ্ঠান। প্রকাশ্যে সেই এক্সক্লুসিভ ছবি। রুবেলের মাথায় টোপর। গলায় গাঁদা ফুলের মালা। সামনে থালায় সাজানো পঞ্চ ব্যঞ্জন। রীতিমত সমারোহের সঙ্গে রুবেলের আইবুড়ো ভাতের আয়োজন করেছিল ‘নিম ফুলের মধু’র সফর সঙ্গীরা। আয়োজনে বিন্দুমাত্র খামতি রাখেননি।
আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শ্বেতা (Rubel Das)
কিছুদিন আগে শ্বেতাকে দেখা গিয়েছিল, শ্যুটিং ফ্লোরে অনুরাগীর আয়োজনে আইবুড়ো ভাত খেতে। তাছাড়া বিয়ের আগে পরিবার, কাছের মানুষের থেকে আইবুড়ো ভাত খাওয়া একদমই নতুন নিয়ম নয়। প্রথমবার তিনি অচেনা মানুষের আয়োজন করা আইবুড়ো ভাত খেয়েছিলেন। শুটিংয়ের মাঝে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সমাজ মাধ্যমে সেই অভিজ্ঞতা ভাগও করে নেন। এবার ‘নিম ফুলে মধু’র ধারাবাহিকের সেট থেকে সামনে এল এক্সক্লুসিভ ছবি। ধারাবাহিকের বাবুর মা তার বাবুকে আবার নতুন করে বিয়ে দিতে প্রস্তুত (Rubel Das)। তবে এবার সৃজন অর্থাৎ বাবুর বিয়ে হবে বাস্তবে।
এক ফ্রেমে দত্ত পরিবার (Rubel Das)
‘নিম ফুলের মধু’র সেট থেকে যে এক্সক্লুসিভ ছবি সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, রুবেলের (Rubel Das) মুখে খুশি যেন ধরছে না। রুবেলের পোশাক বলে দিচ্ছে আইবুড়ো ভাত অনুষ্ঠানের কোনও নিয়মে ফাঁক রাখা হয়নি। প্রায় ১৪ থেকে ১৫ রকম সুস্বাদু খাবার দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল আইবুড়ো ভাতের থালা। সাদা ভাত, পোলাও, মাটন, মিষ্টি, পাপড়, চাটনি সহ ছিল নানান সুস্বাদু পদ। এক ফ্রেমে দেখা গেল গোটা দত্ত বাড়ির সদস্যদের। অনুষ্ঠানের সময় আর একজন ভিডিও কলে ছিলেন। তবে তিনি শ্বেতা কি না তা জানা যায়নি।
আরও পড়ুন: Yash in Toxic: জন্মদিনে টক্সিক যশ, রাতপার্টি আর মায়াবী নারীতেই কাটছে সময়!
বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা
হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। নতুন বছরের শুরুতেই শ্বেতার সঙ্গে নতুন জীবনের অধ্যায় শুরু করতে চলেছেন রুবেল। ইতিমধ্যেই টলিউডের এই চর্চিত জুটি বেশ কিছু কাছের মানুষ এবং বন্ধুদের কাছে আইবুড়ো ভাত খেয়েছেন। তবে ‘নিম ফুলের মধু’র সেটে রুবেলের আইবুড়ো ভাত খাওয়ার ছবি দেখে নিশ্চয়ই খুশি হবেন অনুরাগীরা। বর্তমানে দু’জনেই জি বাংলার ভিন্ন ভিন্ন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।
আরও পড়ুন: Sahid Kapoor: আচমকা কলকাতায় হাজির শাহিদ কাপুর, গঙ্গাবক্ষে মাতালেন রাতপার্টি
কিভাবে আলাপ?
জি বাংলার যমুনা ঢাকি ধারাবাহিকের মাধ্যমে রুবেলের সঙ্গে আলাপ হয়েছিল শ্বেতার। তারপর সেখান থেকে বন্ধুত্ব, প্রেম। অবশেষে আগামী ১৯ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি তুঙ্গে। দুজনে শুটিংয়ে ব্যস্ত আছেন ঠিকই। কিন্তু তার মাঝেই চলছে বিয়ের নানান আয়োজন। পাশাপাশি মাঝের দিনগুলোতে সেরে ফেলছেন আইবুড়ো ভাত পর্ব। কয়েকদিন আগেই দুই পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন। আশীর্বাদও হয়েছে। এবার শুধু বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা।