ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নতুন মাসের শুরুতেই এক সুখবর এল বাণিজ্যিক (LPG Price Hike) গ্যাস ব্যবহারকারীদের জন্য। ১ অগাস্ট, শুক্রবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম একধাক্কায় কমে গেল ৩৩.৫০ টাকা বা তারও বেশি। ইন্ডিয়ান অয়েলের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং অন্যান্য ছোট ব্যবসায়িক সংস্থাগুলি কিছুটা আর্থিক স্বস্তি পাবে।
কলকাতায় দাম কত?
কলকাতা ও চেন্নাইয়ের ক্ষেত্রে কমার পরিমাণ সবচেয়ে বেশি। কলকাতায় যেখানে আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৭৬৯ টাকা, সেখানে তা এখন নামছে ১,৭৩৪ টাকায়। অর্থাৎ কমেছে ৩৫ টাকা। চেন্নাইয়ে ১৯ কেজির সিলিন্ডার ১,৮০০ টাকার নিচে বিক্রি হচ্ছে। মুম্বই এবং দিল্লিতেও দাম যথাক্রমে ১,৬০০ ও ১,৬৫০ টাকার নিচে নেমে এসেছে।
বিশেষ কোনো সুখবর? (LPG Price Hike)
তবে সাধারণ গার্হস্থ্য ব্যবহারকারীদের জন্য বিশেষ কোনো (LPG Price Hike) সুখবর নেই। ১৪.২ কেজির ডোমেস্টিক গ্যাসের দাম এপ্রিলের পর থেকে এখনও অপরিবর্তিত রয়েছে। কলকাতায় সেই সিলিন্ডারের দাম এখনও ৮৭৯ টাকাই রয়েছে। এই নিয়ে টানা চতুর্থ মাসে বাণিজ্যিক গ্যাস সস্তা হল। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রতি মাসেই গড়ে কিছু না কিছু পরিমাণে দাম কমেছে। শুধুমাত্র দিল্লিতে এই চার মাসে ১৩৮ টাকা পর্যন্ত কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। কলকাতায় কমেছে ১৪৪ টাকা, মুম্বইয়ে ১৩৯ টাকা এবং চেন্নাইয়ে ১৪১.৫ টাকা। ফলে আশা করা যায়, পরোক্ষভাবে এর প্রভাব পড়বে রেস্তোরাঁর খাবারের দামে, যা সাধারণ গ্রাহকদের জন্য ইতিবাচক হতে পারে।
গ্যাসের দাম এমন ওঠা-নামা করে কেন? (LPG Price Hike)
তবে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে-গ্যাসের দাম এমন ওঠা-নামা করে (LPG Price Hike) কেন? বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দর, অপরিশোধিত তেলের দামের ওঠানামা, ডলার-টাকার বিনিময় হার, শুল্ক, প্যাকেজিং ও পরিবহণ খরচ, বিপণন ব্যয় এবং ডিলারের কমিশন-এই সবকিছুর উপর নির্ভর করেই দেশের অভ্যন্তরীণ বাজারে এলপিজির দাম নির্ধারিত হয়।
আরও পড়ুন: Weather Forecast: দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমার ইঙ্গিত, দুর্যোগ সরছে উত্তরবঙ্গের দিকে
দাম কম থাকার সম্ভাবনা
তবে বাজার বিশ্লেষকদের মতে, যদি আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম স্থিতিশীল থাকে এবং টাকার মূল্য খুব বেশি ওঠানামা না করে, তাহলে ভবিষ্যতে আরও কিছুটা সময় এই দাম কম থাকার সম্ভাবনা রয়েছে। যদিও গার্হস্থ্য গ্যাসের ক্ষেত্রে এখনই তেমন কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলেনি।