Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবার একবার (Lunar Eclipse) মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারত সহ বিশ্ব। রবিবার রাতে ঘটবে বহু প্রতীক্ষিত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যার সময় চাঁদের রং হয়ে উঠবে গাঢ় লালচে-যাকে বলা হয় ‘রক্ত চাঁদ’। ভারতের আকাশ থেকেও এই চমকপ্রদ দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে।
কেন হয় ‘রক্ত চাঁদ’? (Lunar Eclipse)
চাঁদের নিজস্ব কোনও আলো নেই, সূর্যের আলো প্রতিফলিত (Lunar Eclipse) হয় চাঁদের পৃষ্ঠ থেকে। কিন্তু যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো আর সরাসরি চাঁদে পৌঁছায় না। পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর, এবং তখনই ঘটে চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণের সময়ে, চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢেকে যায়। তবে আশ্চর্যজনকভাবে চাঁদ তখন কালো না হয়ে গাঢ় লালচে দেখায়। এর কারণ, সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের উপর পড়ে। এই প্রতিসরণের সময় সূর্যালোকের নীল অংশ বেশি ছড়িয়ে পড়ে এবং লাল অংশটি চাঁদের দিকে পৌঁছে যায়। ফলে চাঁদের রং লাল দেখায়-আর সেই জন্যই নাম ‘রক্ত চাঁদ’।
কখন দেখা যাবে? (Lunar Eclipse)
ভারতের সময় অনুযায়ী, চন্দ্রগ্রহণ শুরু হবে (Lunar Eclipse) ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৮ মিনিটে এবং শেষ হবে ৮ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিটে। পূর্ণগ্রাস গ্রহণের অংশটি শুরু হবে রাত ১১টা নাগাদ এবং চলবে ১২টা ২২ মিনিট পর্যন্ত-প্রায় ৮২ মিনিট ধরে আকাশে দেখা যাবে সেই লালচে চাঁদ। গ্রহণের সর্বোচ্চ সময়-অর্থাৎ যখন চাঁদ সবচেয়ে গাঢ় লাল দেখাবে-তা হবে রাত ১১টা ৪২ মিনিটে।
কোথা থেকে দেখা যাবে?
এই গ্রহণ দেখা যাবে এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে। ভারতের প্রায় সব বড় শহর থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে, যেমন-কলকাতা, দিল্লি, মুম্বই, চণ্ডীগড়, হায়দরাবাদ, লখনউ ও পুণে। তবে মেঘলা আকাশ বা বৃষ্টিপাত থাকলে গ্রহণ দেখা কঠিন হতে পারে।

আরও পড়ুন: Daily Horoscope: চন্দ্রে লাগবে গ্রহণ, রবিবার কেমন কাটবে আপনার?
খালি চোখে দেখার সুযোগ
চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনও রকম বিশেষ চশমা বা দূরবীন লাগবে না। এটি সম্পূর্ণ নিরাপদভাবে খালি চোখেই দেখা যায়। সরাসরি আকাশে তাকালেই বোঝা যাবে চাঁদের রঙের পরিবর্তন। এই বিরল মহাজাগতিক ঘটনা শুধু সৌন্দর্য নয়, শিক্ষার ক্ষেত্রেও এক অসাধারণ সুযোগ। তাই রবিবার রাতের আকাশে চোখ রাখুন-কারণ রক্তচাঁদ আবার কবে দেখা যাবে, তা কেউ জানে না।