ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ এ একটু অন্যরকম ভাবে হোলি (Holi) কাটালেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। নানান রঙের নেশায় নয়, বরং বুঁদ হলেন বরফের দেশে। যেখানে রংবেরঙের রং নেই। কিন্তু হোলির মজা আছে। চারিদিকে শুধু সাদা রঙের ছড়াছড়ি। আর সেই সাদা রঙেই মাখামাখি হলেন মধুমিতা এবং দেবমাল্য। এ বছর কীভাবে হোলি উদযাপন (Holi Celebration ) করলেন টলি অভিনেত্রী (Tollywood actress) মধুমিতা?
মধুমিতার ব্যতিক্রম হোলি (Madhumita Sarcar)
হোলির দিন মধুমিতা (Madhumita Sarcar) সোশ্যাল মিডিয়ায় (Social Media) কিছু ভিডিও এবং ছবি শেয়ার করেছেন। যেখানে এক ফ্রেমে তাঁকে দেখা গিয়েছে প্রেমিকের সঙ্গে। মধুমিতার কথায়, হোলি একটু ব্যতিক্রম, একটু আলাদা , যখন সেটা বরফের সঙ্গে সেলিব্রেট করা হবে। আর এখানে কাজ করেছে সাদা জাদু। আসলে এখন মধুমিতা রয়েছেন সিকিমের ইউমথাং ভ্যালিতে।
রঙের পরিবর্তে বরফ (Madhumita Sarcar)
মধুমিতার (Madhumita Sarcar) পোস্ট করা ছবি এবং ভিডিওতে দেখা যায়, চারিদিকে শুধু সাদা বরফ। কুয়াশায় ঘিরে রেখেছে মায়াভরা পরিবেশ। দু’জনেই রয়েছেন কালো পোশাকে। চোখে সানগ্লাস। একে অপরের গালে সাদা বরফ মাখিয়ে দিচ্ছেন। বরফের গোলা বানিয়ে মধুমিতাকে খেলতেও দেখা গিয়েছে। একে অপরের দিকে ছুঁড়ে দিয়েছেন বরফের তাল। এক ঝলকে মনে হবে, সত্যি যেন হোলি সেলিব্রেশন চলছে। কিন্তু এখানে বিভিন্ন রং নেই। তার পরিবর্তে রয়েছে শুধুমাত্র একটা রং।
আরও পড়ুন: Alia Birthday Celebration: রণবীরের বাহুডোরে আলিয়া, স্ত্রীর জন্মদিনে দিলেন বড় উপহার
অনুরাগীদের মন্তব্য
মধুমিতাকে এভাবে হোলি সেলিব্রেশন করতে দেখে ভীষণ খুশি অনুরাগীরা। একজন মন্তব্য করে লিখেছেন, ” কি ভীষণ কিউট লাগছে তোমায়।” আবার আরেকজন লিখেছেন, ” আজ হোলি, মানে আজ রঙিন হওয়ার দিন। নানা রঙে আজ সবাই সেজে ওঠে। সবার থেকে যে তুমি আলাদা সেটা আজ আবার প্রমাণ হল। সাদা বরফ তোমাদের কাছে আবিরের সমান। অসুবিধা কি তাতে? মজা করা নিয়ে কথা।” আবার আরেক অনুরাগী লিখেছেন, ” তোমাদের হোলি খেলাটা খুব স্পেশাল এবং ইউনিক। আমার ভীষণ পছন্দ হয়েছে। বরফ নিয়ে হোলি খেলা। এক কথায় দারুণ। যেখানে কোনও রঙের তুলনা হয় না।”
সিকিমে ছুটি উপভোগ
প্রেমিক দেবমাল্যের সঙ্গে এখন সিকিমে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। একদিকে যখন শহরে গরমের দাপট দানা বাঁধছে, তখন দোলের আগেই তিনি প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিলেন সিকিমের পাহাড়ে। সেখান থেকে মাঝেমধ্যেই নিজেদের নানান মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। কখনও বা শেয়ার করছেন মনের কথা। প্রসঙ্গত গত বছর দুর্গাপুজোর সময় মধুমিতা দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। কিছুদিন আগেই পাহাড়ের কোলে ছবি তুলে মধুমিতা বলেছিলেন, ” কোথায় কোথায় ঘুরছি, তার থেকেও ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, কার সঙ্গে ঘুরছি। আরও কিছু স্মরণীয় মুহূর্ত। তোমার সঙ্গে সবটাই বাড়ির মতো মনে হয়। তুমি আমাকে জগৎ চিনিয়েছ।”