Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মাত্র ৭০ দিনের ব্যবধানে প্রকাশিত হলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। প্রত্যাশা মতই এ বছরও মেধাতালিকায় শহর কলকাতার থেকে এগিয়ে জেলা স্কুলগুলি (Madhyamik Results)। রাজ্যের মধ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬।
এই বছর মোট ৬৬ জন পরীক্ষার্থী রাজ্যস্তরে প্রথম দশে জায়গা করে নিয়েছেন। আজ, ২ মে সকাল ৯টা থেকে অনলাইনে ফলপ্রকাশ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি, স্কুল থেকেও আজ থেকেই সংগ্রহ করা যাচ্ছে মার্কশিট ও প্রমাণপত্র।
মেধাতালিকার সেরা দশ – কে কোথায়? (Madhyamik Results)
প্রথম স্থানে থাকা অদ্রিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়) এবং সৌম্য পাল। তাঁদের দু’জনের প্রাপ্ত নম্বর ৬৯৪।
আরও পড়ুন: Train Cancel: সাঁতরাগাছি ইয়ার্ডে মেরামতির কাজ, টানা ১৯ দিন বাতিল ২৭ দূরপাল্লার ও ২১২ লোকাল ট্রেন
তৃতীয় স্থানে রয়েছেন ঈশানী চক্রবর্তী, পেয়েছেন ৬৯৩। চতুর্থ স্থানে মহম্মদ সেলিম, তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২।
পঞ্চম স্থানে রয়েছেন চারজন (Madhyamik Results): সিনচ্যান নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), বিশ্বজিৎ ঘোষ, এবং সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯১।
ষষ্ঠ স্থানে ৫ জন: অঞ্চল দে (ফালাকাটা হাইস্কুল), রুদ্রনীল মান্না, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল, এবং বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল-এর আরও এক কৃতী। প্রত্যেকে পেয়েছেন ৬৯০।

সপ্তম স্থানে রয়েছেন দেবার্ঘ্য দাস ও অঙ্কন বসাক, দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৮৯।
অষ্টম স্থানে রয়েছেন ১১ জন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম (Madhyamik Results): অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, সৃজন প্রামাণিক, সৃজনী ঘোষ, কাকলী মণ্ডল, অবন্তিকা রায় প্রমুখ। এঁদের সকলের নম্বর ৬৮৮।
নবম স্থানে ১০ জন – দেবাঙ্গন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার, নিশা ঘোষ, অঙ্কুশ জানা, প্রজ্জ্বল দাস প্রমুখ, নম্বর ৬৮৭।
দশম স্থানে ৯ জন – হামিদা বানু, প্রিয়ম পাল, সন্ময় দাস, স্বাগতা সরকার, রাহুল দাস সহ আরও অনেকে। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৬।
ছাত্র-ছাত্রীদের খুশির হাওয়া, মফস্বলের উত্থান (Madhyamik Results)
ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে আনন্দের আবহ। বহু স্কুলে ঢাকঢোল পিটিয়ে কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কলকাতার থেকে বরাবরের মতোই এই বছরও এগিয়ে জেলার ছাত্রছাত্রীরা (Madhyamik Results)। বিশেষ করে নদীয়া, হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ারের ছাত্রছাত্রীদের দাপট চোখে পড়ার মতো।