ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা (Maha Kumbha 2025)। দেশ বিদেশের কোটি কোটি পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন সেখানে। যাতায়াতের সুবিধার্থে কুম্ভমেলা উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্য থেকে কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল। তেমনই উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে প্রয়াগরাজে পুণ্যার্থীদের যাওয়ার জন্য কুম্ভমেলা (Maha Kumbha 2025) স্পেশ্যাল ট্রেন চলছে। শনিবার সেই ট্রেনে হামলা চালানোর অভিযোগ উঠল একদল যাত্রীর বিরুদ্ধে।
কি ঘটেছে ? (Maha Kumbha 2025)
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি থেকে প্রয়াগরাজের দিকে যাওয়ার সময় ট্রেনের উপর হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ট্রেনটি ঝাঁসি থেকে প্রয়াগরাজের উদ্দেশে পুণ্যার্থীদের নিয়ে রওনা হয়। ঝাঁসি থেকে রওনা দিয়ে প্রায় দুই ঘণ্টা পর হরলপুর স্টেশনে পৌঁছায় কুম্ভমেলা (Maha Kumbha 2025) স্পেশ্যাল ট্রেনটি। কিন্তু হরলপুর স্টেশনে ট্রেন পৌঁছতেই সেটিকে লক্ষ্য করে একের পর এক পাথর উড়ে আসে। পাথরের আঘাতে বেশ কয়েকটি কামরার জানলার কাচ এবং দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেলপুলিশ সূত্রের দাবি। ঘটনার সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে মহিলারা ও শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকেন। মঙ্গলবার হরপালপুর স্টেশনে এমন কাণ্ডের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। সোশ্যাল মিডিয়া জুড়েও ভাইরাল হয়েছে উত্তেজনার একটি ভিডিয়ো।
কেন ইট, পাথর দিয়ে হামলা? (Maha Kumbha 2025)
কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনটির জন্য বিপুল সংখ্যক পুণ্যার্থী অপেক্ষা করছিলেন হরলপুর স্টেশনে। অভিযোগ, ট্রেনের কামরাগুলির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে অপেক্ষারত যাত্রীরা ট্রেনে উঠতে পারেননি। একে মহাকুম্ভে (Maha Kumbha 2025) যাওয়ার টিকিট মিলছে না, তার মধ্যে একটা বিশেষ ট্রেন পাওয়া গেলেও তাতে চড়া যাচ্ছে না। ক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা। ট্রেনের দরজা ভেঙে ঢুকতে প্রাণপণ চেষ্টা চালান স্টেশন চত্বরে অপেক্ষারত যাত্রীদের একাংশ। এরপরই উত্তেজিত জনতা ইট, পাথর এবং লাঠি নিয়ে ট্রেনটিতে হামলা চালান।
আরও পড়ুন : রাইসিনা হিলসের সূর্যাস্তে মিশবে ভারতীয় সুরের সুধা! বিজয় চকে হবে বিটিং রিট্রিট অনুষ্ঠান
ঘটনাস্থলে রেল পুলিশ
পাথর ছোড়ার ফলে ট্রেনের বেশ কয়েকটি কামরার জানলার কাচ ভেঙে যায় এবং দরজাগুলি ক্ষতিগ্রস্ত হয়।অবশ্য, বেশি সময় ধরে চলেনি তাণ্ডব। ট্রেনের দরজা-জানলার কাঁচ ভাঙার শব্দ পেতেই স্টেশনের দিকে ছুটে যায় রেল পুলিশ ও স্টেশন কর্মীরা। নিয়ন্ত্রণে আনা হয় উত্তেজিত জনতাকে।
আরও পড়ুন : ত্রিবেণী সঙ্গমে ‘শাহী ডুব’ অমিত শাহের, মহাকুম্ভে সপরিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
প্রসঙ্গত , গত ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজের ত্রিবেণী মহাসঙ্গমে শুরু হয়েছে মহাকুম্ভ। ১৪৪ বছর এসেছে এই পুণ্য তিথি। চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মহাকুম্ভে পুণ্যস্নানে দেশ বিদেশের নানা প্রান্ত ছুটে আসছেন পুণ্যার্থীরা। বাদ যাননি রাজনৈতিক দলের নেতা ও বিনোদন জগতের তাবড় তাবড় তারকারাও।প্রশাসনের অনুমান, প্রতিদিন প্রায় ১ কোটি পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন মহাকুম্ভে। আর তার জেরে ট্রেনের টিকিট তো বটেই বিমানের টিকিটও জুগিয়ে উঠতেও হিমশিম অবস্থা।