ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সব জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Maharashtra Government)। দেবেন্দ্র ফড়ণবীস মন্ত্রিসভার আরেক উপমুখ্যমন্ত্রী হলেন অজিত পাওয়ার। দেবেন্দ্রর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নায়ডু।
শপথ গ্রহণ (Maharashtra Government)
তৃতীয় বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীস (Maharashtra Government)। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের আজাদ ময়দানে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে শপথবাক্য পাঠ করেন তিনি।
জল্পনার অবসান (Maharashtra Government)
দেবেন্দ্র মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার। গত আড়াই বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন একনাথ শিন্ডে। এবার তিনি উপমুখ্যমন্ত্রী পদে আদেও শপথ নেবেন কি না তা নিয়ে জোর জল্পনা ছিল মহারাষ্ট্রের রাজনীতিতে (Maharashtra Government)। বুধবার সন্ধ্যেতেও একনাথ বলতে পারেননি তিনি আদেও শপথ নেবেন কিনা।
আরও পড়ুন: Adani Issue in Parliament: আদানি ইস্যুতে সুর চড়ালো কংগ্রেস, কালো পোশাকে প্রতিবাদ!
কীভাবে এল পদ?
জানা গেছে, দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে বৈঠকের পর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে রাজি হন একনাথ। তবে তার নাকি দাবি আছে স্বরাষ্ট্র দপ্তর। একনাথ মন্ত্রি সভায় ফড়ণবীস যখন ছিলেন উপমুখ্যমন্ত্রী তখন স্বরাষ্ট্র ছিল ফড়ণবীসের হাতে। সম্ভবত স্বরাষ্ট্র দপ্তর একনাথকে দেওয়ার শর্তে জোট-বিতর্ক সামাল দিল বিজেপি নেতৃত্ব। আপাতত অক্ষুন্ন থাকলো মহাযুতি। অজিত পাওয়ারের শপথ নিয়ে কোনও জল্পনা ছিল না। তবে এখন কোন দল কতজন করে মন্ত্রী পায়, কোন কোন দপ্তর পায় সেটাই এখন দেখার।
অনুষ্ঠানে উপস্থিত
মুম্বইয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নড্ডা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-র প্রধান রামদাস আঠাওয়ালে হাজির ছিলেন।
আরও পড়ুন: Devendra Fadnavis: মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর গদিতে দেবেন্দ্র ফড়ণবীস, বৃহস্পতিতে শপথ আজাদ ময়দানে
দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির ও এন ডিএ র শাসিত রাজ্যগুলি মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন দেবেন্দ্র-একনাথ-অজিতের শপথ অনুষ্ঠানে। উপস্থিতিতেই স্পষ্ট মহারাষ্ট্রের ভোটার ফল কতটা অক্সিজেন জুগিয়েছে গেরুয়া শিবিরে। বৃহস্পতিবার আজাদ ময়দানে ছিলেন বলিউড তারকা শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা। সেই সঙ্গে প্রায় ৪২ হাজার মানুষ। শপথে দেখা যায়নি বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাড়ি’র কোন নেতাকে।
স্বাচ্ছন্দ্যভাবে উপমুখ্যমন্ত্রী পদ কতদিন থাকে?
এখন দেখার, উপমুখ্যমন্ত্রী পদে কতদিন স্বচ্ছন্দে থাকতে পারেন বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে? শিন্ডের দলকে কতটা খুশি রাখতে পারেন দেবেন্দ্র ফড়ণবীস? দল বদলুদের নিয়ে গড়া সরকার কতদিন চলতে পারে নির্বিঘ্নে? তা নিয়েই এখন চর্চা দেশ রাজনীতিতে।