Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিনে রীতি মেনেই ময়দান মেতে উঠল বার পুজোয়। ইস্টবেঙ্গল, মোহনবাগান থেকে শুরু করে ময়দানের সব ক্লাবে প্রথা মেনেই হল বার পুজো (Bar Puja)। ক্রীড়া প্রেমী ও ক্লাব সমর্থকদের ভিড়, খাওয়া দাওয়া, পুজো পাঠে সকাল থেকেই উত্সবের চেহারা নিয়েছিল ময়দান। নতুন মরশুমে ব্যর্থতা কাটিয়ে যেমন ঘুরে দাঁড়ানোর শপথ নিল ইস্টবেঙ্গল তেমনই আরও সাফল্যের প্রত্যাশা নিয়েই নববর্ষে এগিয়ে চলার অঙ্গীকার সবুজ-মেরুনের।
বাগানে এল জোড়া ট্রফি (Bar Puja)
বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল নববর্ষ। পয়লা বৈশাখে ময়দানে মিলে মিশে একাকার ঐতিহ্য-পরম্পরা-আবেগ। প্রথা মেনে প্রতি বছরের মতই এবছরও ময়দানের সব ক্লাবে অনুষ্ঠিত হল বার পুজো। সকাল থেকেই ক্লাব তাঁবু গুলোতে প্রাক্তন ফুটবলার, ভক্ত সমর্থকদের ভিড়। পুজো পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়ায় জমজমাট সেলিব্রেশন তবে অনান্য বারের থেকে এবারের পয়লা বৈশাখের বার পুজো একটু স্পেশ্যাল মোহনবাগানে।

লিগ শিল্ড ও আইএসএল ট্রফি জিতে দ্বিমুকুট ঘরে তুলেছে শতাব্দী প্রাচীন এই ক্লাব। ক্লাব প্রাঙ্গণে দুই ট্রফির সঙ্গে হকি চ্যাম্পিয়নশিপের ট্রফিও প্রদর্শিত করা হয়েছে। যা এবারে বাড়তি আকর্ষণ সমর্থকদের কাছে। শিল্ড ও আইএসএল ট্রফি দেখার পাশাপাশি সেলফি তুলতে সবুজ-মেরুন সমর্থকদের হুড়োহুড়ি চোখে পড়ার মত। নতুন বছরে আরও সাফল্যের শপথ নিয়েই ক্লাব এগিয়ে চলবে বলে জানিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
পয়লা বৈশাখে প্র্যাকটিসে ইস্টবেঙ্গল (Bar Puja)
সাফল্যের রোশনাইয়ে পরশি ক্লাব যখন নববর্ষের বাড়তি সেলিব্রেশনে মাতোয়ারা তখন ব্যর্থতার কাঁটা মাথায় নিয়েই নতুন বছরে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। প্রতি বছরের মত এবছরেও ইস্টবেঙ্গল ক্লাবেও অনুষ্ঠিত হল বার পুজো। সাফল্যের সরণীতে ফেরার প্রত্যাশা নিয়েই সকাল থেকেই ক্লাব তাঁবুতে ভিড় জমিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। উপস্থিত ছিলেন অলোক মুখার্জী, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী, সুলে মুসা, মেহতাব হোসেন, অ্যালভিটো ডি’কুনহা্র মত প্রাক্তন তারকারা। বারপুজো যখন চলছে তখন কোচ অস্কার ব্রুজোঁর নেতৃত্বে মাঠে পুরদমে সুপার কাপের প্রস্তুতি সারলেন মহেশ, দিয়ামান্তাকোস, হেক্টর উইস্তেরা।

আরও পড়ুন: Poila Boishakh: ধর্ম বনাম সংস্কৃতি! বিজেপির ‘হিন্দু নববর্ষ’ প্রচারের জবাব বাঙালিয়ানায়
লাল হলুদের প্রত্যাবর্তণের শপথ (Bar Puja)
নতুন বছরে দল ঘুরে দাঁড়াবেই। আসন্ন সুপার কাপেও সাফল্য আসবে। আগামী মরশুমে ভালো দল গড়া হবে। ইতিমধ্যেই ইনভেস্টরদের সঙ্গে কথা হয়েছে তাই সমর্থকদের ভরসা রাখার অনুরোধ জানালেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেই সঙ্গে পক্ষপাতিত্ব মূলক রেফারিং নিয়ে মাঠের বাইরেও তাঁদের লড়াই চলবে বলেই জানিয়ে দিলেন তিনি।
বার পুজোয় ময়দানে মহারাজ (Bar Puja)
নতুন বছরের সকালে বার পুজোয় অংশ নিতে ময়দানে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এরিয়ানের বার পুজোয় উপস্থিত হয়ে মোহনবাগানের দ্বিমুকুট জয় নিয়ে উচ্ছাস প্রকাশ করলেন সদ্য আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হওয়া সৌরভ। প্রশংসা করলেন সিএসকে অধিনায়ক হিসেবে ধোনির প্রত্যাবর্তণেরও।