ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একজন নামকরা বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) । ২০১৮ সালে সারেগামাপাতে প্রতিযোগী ছিলেন। তাঁর কিছু গান দর্শকের মন কেড়েছিল। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন বেশ বিতর্কিত। বিতর্ক যেন পিছু ছাড়তে চায় না গায়কের। এবার তাঁর বিরুদ্ধে উঠলো যৌন হেনস্তার অভিযোগ। কেন এমন অভিযোগ উঠল গায়কের বিরুদ্ধে? কে করল এমন অভিযোগ?
জামিনের আবেদন (Mainul Ahsan Noble)
সোমবার এক তরুণী ইমার্জেন্সি ফোন করে গায়কের বিরুদ্ধে মামলা করেন (Mainul Ahsan Noble)। মঙ্গলবার নোবেলকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন। তিনি ডেমরা থানার পরিদর্শক। শোনা যায়, ওই অভিযোগকারী মহিলা নোবেলের স্ত্রী। আট মাস আগে নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরেছেন গায়ক নোবেল। এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালতে গায়ক জামিনের আবেদন করলে, তা মঞ্জুর হয়নি।
কী ঘটেছিল? (Mainul Ahsan Noble)
বাংলাদেশের রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী নোবেলের (Mainul Ahsan Noble) জামিনের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে নোবেলের সাথে ওই মহিলার যোগাযোগ হয়। পরে ফোনে কথাবার্তা বলেন। ১২ নভেম্বর তাঁরা দেখা করেন। তখনই নোবেল ডেমরার স্টুডিওতে নিয়ে যান ও সেখানে আটকে রাখেন মহিলাকে। শুধু তাই নয়, আরও দু থেকে তিন জনকে নিয়ে এসে মহিলাকে মারধর ও ধর্ষণ করেন। ১৯ মে ওই মহিলা নোবেলের বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন: Neel-Trina: দীর্ঘদিন আলাদা ছাদের নিচে নীল-তৃণা! টলিপাড়ায় বিচ্ছেদের ইঙ্গিত?
ভুল বোঝাবুঝিতে মামলা
গায়ক নোবেলকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেটে হাজির করা হয় আদালতে। গায়কের আইনজীবী দাবি করেন, ওই মহিলা ২০২৪ সালে ১২ নভেম্বর পর্যন্ত একসাথে ছিলেন। আসলে যে মহিলা অভিযোগ করেছেন তিনি নাকি গায়কের স্ত্রী। কিছু ভুল বোঝাবুঝির জন্য তিনি মামলা করেন। শুধু তাই নয় মহিলার চার মাসের অন্তঃসত্ত্বা। আর নোবেল তাঁর সঙ্গে সংসার করতে চান। এ সমস্ত শুনে বিচারক নোবেলের কাবিননামা দেখাতে বলেন। কিন্তু নোবেলের পক্ষে আইনজীবী জানান তাঁরা তাড়াহুড়ায় আনতে তা ভুলে গেছেন। যদিও এ বিষয়ে মহিলার পক্ষ থেকে কোনও বক্তব্য ছিল না।
স্ত্রীর সাথে সংসার করতে চান
তবে গায়ক নোবেলকে নিয়ে বিতর্ক এই প্রথম নয়। তাঁর প্রথম স্ত্রীকে নিয়েও প্রচুর জলঘোলা হয়েছিল। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে অস্বীকার করেছেন। শোনা গেছে, নোবেল স্ত্রীর সাথে সংসার করতে চান।
আরও পড়ুন: Yash-Nusrat: বাস্তবেও যশ-নুসরতের মধ্যে আড়ি! ভাঙছে সম্পর্ক?
জনপ্রিয়তায় ভাটা
প্রসঙ্গত, নোবেলের জন্ম বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। বাবা ছিলেন পরিবহন ব্যবসায়ী। জি-বাংলার গানের শো ‘সারেগামাপা’র মাধ্যমে ব্যাপকভাবে পরিচিতি পান। দুই দেশেই তার বিপুল ভক্ত তৈরি হয়েছিল। কিন্তু মাদকাসক্তি তার জনপ্রিয়তায় ভাটা ডেকে আনে।