ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বাঘের আতঙ্কে কাঁপছে মৈপীঠ (Maipith Royal Bengal Tiger)।ঝকঝকে দিনের আলোয় বাঘে-মানুষে লড়াই। সোমবার এমনই দৃশ্যের সাক্ষী রইল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের (Maipith) নাগেনাবাদ। বাঘ তাড়াতে গিয়ে মাঠের মধ্যে বনকর্মীর মাথা কামড়ে ধরল রয়্যাল বেঙ্গল টাইগার। দক্ষিণরায়ের আঁচড়-কামড়ে গুরুতর জখম বন দফতরের ওই কর্মী।
কি ঘটেছে ? (Maipith Royal Bengal Tiger)
বাঘ (Royal Bengal Tiger) তাড়াতে গিয়ে বাঘের মুখে পড়ে গেলেন বনকর্মী৷ বনকর্মীর মাথা কামড়ে ধরল রয়্যাল বেঙ্গল টাইগার৷ ভয়ঙ্কর এই কাণ্ড ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার মৈপীঠে (Maipith Royal Bengal Tiger) ৷ মৈপীঠের (Maipith) নগেনাবাদের পাশে রয়েছে মাকড়ী নদী, আর ওপারে আজমলমারীর জঙ্গল।রবিবারই নদী পেরিয়ে মৈপীঠে ঢুকে পড়ে বাঘ। প্রায় লোকালয়ের কাছাকাছি বনাঞ্চলে চলে আসে। রবিবার, মৈপীঠের নগেনাবাদে নদীবাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতর এবং পুলিশকে। রাত থেকে জাল দিয়ে এলাকা ঘেরার কাজ শুরু করেন বন দফতরের কর্মীরা।
বনকর্মী এবং টাইগার রেসকিউ টিমের কর্মীরা বাঘেরই খোঁজ করছিলেন। ওই দলেই ছিলেন গণেশ শ্যামল নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি নিজেও টাইগার রেসকিউ টিমের কর্মী।সোমবার, সকালে এলাকায় ঘুরে যখন বাঘের অবস্থান জানার চেষ্টা করছেন বনকর্মীরা, তখনই গ্রাম সংলগ্ন চাষের জমিতে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। জঙ্গলের আলো-আঁধারিতে মিশে থাকতে দেখা যায় বাঘকে। কোনও কিছু বুঝে ওঠার আগেই, মুহুর্তের মধ্যে ওই গণেশ শ্যামল নাম অস্থায়ী বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ।
বাঘে মানুষে লড়াই (Maipith Royal Bengal Tiger)
প্রবাদে যমে মানুষে টানাটানির কথা রয়েছে । আর, এ যেন প্রকাশ্য দিবালোকে বাঘে মানুষে টানাটানি। ভয়ঙ্কর,হার হিম করা শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো ঘটনা। বাঘের মুখে অস্থায়ী বনকর্মী। চোখের পলকে বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ (Maipith Royal Bengal Tiger)। বাঘের মুখে বনকর্মীর মাথা৷ শিউরে ওঠার মত দৃশ্য। সঙ্গে সঙ্গেই ওই বাঘটিকে লাঠি দিয়ে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা৷ লাঠি দিয়ে আঘাত করা হলেও, ভয়ঙ্কর কামড়ে ধরে রেখেছিল বনকর্মীকে। শেষ পর্যন্ত বনকর্মীকে কোনওমতে উদ্ধার করা হয়। লাঠির বাড়ি খেয়ে ওই বনকর্মীকে ছেড়ে পালায় বাঘটি ৷ মৈপীঠে বাঘের হামলায় গুরুতর জখম হন বনকর্মী।
আরও পড়ুন : শহরে ফের ঝুপড়িতে আগুন, নারকেলডাঙায় ছাই ৪০ ঝুপড়ি, মৃত ১
আশঙ্কাজনক বনকর্মী
বাঘের হামলায় গুরুতর জখম ওই বনকর্মীকে তড়িঘড়ি উদ্ধার করে কুলতলির জামতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। জীবন-মরণের টানাটানি চলছে।
অন্যদিকে লাঠির বাড়ি খেয়ে বাঘটি পালিয়ে এলাকারই বাসিন্দা রূপচাঁদ মণ্ডলের উঠোনে চলে যায়। সেখান থেকে দৌড়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। তড়িঘড়ি বনদপ্তরের তরফে বাড়িটি ফাঁকা করে দেওয়া হয়। জাল দিয়ে গোটা বাড়িটি ঘিরে ফেলা হয়েছে। ঘুমপাড়ানি গুলি দিয়ে বাঘটিকে কাবু করার ভাবনাচিন্তা চলছে। এদিকে, লোকালয়ে বাঘে-মানুষে লড়াইতে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন : শেষবেলায় রাজ্যে শীতের আমেজ, এরই মাঝে টানা দু’দিন বৃষ্টি! মিলল পূর্বাভাস
আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়ায় এমনিতেই চাঞ্চল্য ছড়িয়েছিল। এখন বাঘে মানুষের লড়াই দেখে ভয়ে কাঁটা গ্রামবাসীরা। গ্রামবাসী জানাচ্ছেন- ‘ভীষণ আতঙ্কে আছি আমরা। রাতে তো বের হতে পারি না ভয়ে।’ গোটা ঘটনায় ভয়ে সিঁটিয়ে গ্রামবাসীরা।