ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভয়াবহ আগুনে পুড়ে খাক শিয়ালদহের নারকেলডাঙার (Narkeldanga Fire) ৪০টি ঝুপড়ি। অগ্নিকাণ্ডে মৃত ১। রবিবার সকালে ঝুপড়ির ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। শনিবার রাতভর চেষ্টার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। রয়েছে পকেট ফায়ার। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। তিনি ওই ঝুপড়িতেই থাকতেন। শনিবার রাতে যখন আগুন লাগে তিনি তখন ঘরেই ছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুন পুড়ে মৃত্যু হয় তাঁর (Narkeldanga Fire)।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সঠিক সময় মতো দমকল না পৌঁছনোর কারণেই এতটা বেড়ে গিয়েছে আগুন (Narkeldanga Fire) । স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওরা বলছে দু’মিনিটের মধ্যে নাকি এসেছে। দমকল যদি সত্যিই ওত তাড়াতাড়ি আসত, তবে কি এতটা আগুনটা ছড়িয়ে পড়তে পারত?’ এদিকে অগ্নিকাণ্ডের জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ নারকেলডাঙায়। প্রশাসনিক গাফিলতির অভিযোগে রবিবার সকাল থেকে সর্বহারা এলাকাবাসী বিক্ষোভে সামিল। পরিস্থিতি পরিদর্শনে যান মেয়র ফিরহাদ হাকিম। রাজনীতি ভুলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন: https://tribetv.in/rss-is-completing-100-years-this-year/
আরও পড়ুন: https://tribetv.in/west-bengal-weather-update/
মেয়র এলাকা ছাড়তেই দুপুরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় কাউন্সিলর শচীন সিং অনুগামীদের নিয়ে পৌঁছে যান একেবারে নারকেলডাঙা থানায় (Narkeldanga Fire) । সেখানেই ধরনায় বসে পড়েন। তাঁকে দেখে এলাকার বিরোধী গোষ্ঠী আবার পিছু ধাওয়া করে থানার সামনে পৌঁছয়। কাউন্সিলর তাঁদের দিকে আঙুল তুলে অভিযোগ করেন, এরা কুখ্যাত সমাজবিরোধী পাপ্পু খানের দলবল, তাঁকে খুনের ষড়যন্ত্র করছে। এনিয়ে পুলিশের সামনেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় (Narkeldanga Fire) ।