ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতা হাইকোর্ট চত্বরে হঠাৎ করেই আতঙ্ক। সোমবার দুপুরে আচমকাই আগুন লাগে টেম্পেল চেম্বারের একটি অংশে (Fire at High Court)। আগুন দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন বহু আইনজীবী, কর্মী ও সাধারণ মানুষ।
টেম্পেল চেম্বারের প্রবেশপথেই আগুন (Fire at High Court)
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ ধরে চলে আগুন নিয়ন্ত্রণের কাজ। প্রাথমিক তদন্তে দমকল সূত্রে জানা গিয়েছে, আগুনের উৎস ছিল মিটার বক্স ও ফিউজবোর্ড। টেম্পেল চেম্বারের প্রবেশপথের পাশেই ছিল সেটি। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান (Fire at High Court)।
টেম্পেল চেম্বার কলকাতার অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ আইনজীবী অফিস কমপ্লেক্স। এখানে বহু বিশিষ্ট ও নবীন আইনজীবীদের দফতর রয়েছে। ফলে দিনের বেলায় এই বিল্ডিং চত্বর সর্বদাই ব্যস্ত থাকে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন অনেক আইনজীবী ও কর্মচারী।

দমকল কর্মীদের দ্রুত তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা (Fire at High Court)। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: Abhijit Ganguly on SSC: এসএসসি আন্দোলনের পাশে বিজেপি, মুখ্যমন্ত্রীকে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে চেম্বার প্রাঙ্গণে। কীভাবে ফিউজবক্সে এমন আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা (Fire at High Court)। এই ঘটনার পর, আইনজীবীদের নিরাপত্তা ও ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশাসনের তরফে কড়া পদক্ষেপের দাবি উঠেছে।