ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মালাইকার (Malaika Arora) জীবনে অর্জুন কাপুর (Arjun Kapoor) এখন অতীত। নতুন করে নিজের জীবনটাকে সাজাতে চাইছেন মালাইকা। তাই কি তাঁর জীবনে এন্ট্রি নিল নতুন কেউ (Malaika Arora New Lover)? কার পাশে বসে খেলা দেখলেন মালাইকা? ছবি দেখে হৈচৈ পড়ে গিয়েছে নেটপাড়ায়। অনেকেই বলছেন, নতুন করে মন দিয়েছেন মালাইকা। চুটিয়ে প্রেম করছেন। বলিপাড়ার (Bollywood) অন্দরে মালাইকার সঙ্গে কার নাম জুড়ল?
নতুন জল্পনার সূচনা (Malaika Arora New Lover)
নেটপাড়ায় এখন নতুন জল্পনা। মালাইকা এখন মন দিয়েছেন খেলাধুলায় (Malaika Arora New Lover)। প্রতিবেশী দেশের ক্রিকেটারের সঙ্গে নাকি প্রেম করছেন। এমনটাই জল্পনা উঠেছে নেটপাড়ায়। অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা আরোরার বিগত পাঁচ বছরের সম্পর্ক কারোর অজানা নয়। সেই সম্পর্ক ভাঙার পর কম জল্পনা চলেনি।
কেন ভেঙেছিল সম্পর্ক? (Malaika Arora New Lover)
শোনা গিয়েছিল, অর্জুনের জন্য আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী (Malaika Arora New Lover)। যদিও মালাইকা আরবাজ কিংবা অর্জুনের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ নিয়ে কখনই মুখ খোলেননি। তবে গত বছরের অক্টোবরে অর্জুনকে একটি অনুষ্ঠানে বলতে শোনা গিয়েছিল যে তিনি ‘সিঙ্গল’। তবে দু’জনে একে অপরের থেকে সৌজন্য সম্পর্ক বজায় রেখেছেন। অভিনেত্রী মালাইকা এখন মন দিয়েছেন কাজে। কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। একই ভাবে অর্জুন কাপুরও নিজেকে কাজের মধ্যেই রাখতে চান। তবে এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী কোনও অভিনেতাকে নয়, মন দিয়েছেন এক ক্রিকেট তারকাকে।
আরও পড়ুন: Salman Khan: নায়িকার সাথে দাদাগিরি, সলমনের ব্যবহারে ক্ষিপ্ত রশ্মিকার ভক্তরা! কেন?
মালাইকার জীবনে নতুন বসন্তের ছোঁয়া!
গত রবিবার ছিল রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস এর ম্যাচ। সেই ম্যাচ দেখতে গুয়াহাটিতে গিয়েছিলেন মালাইকা। সেখান থেকেই ভাইরাল হয় তাঁর একটি ছবি। যেখানে দেখা যায় স্টেডিয়ামের বক্সে তিনি বসে রয়েছেন। তাঁর পাশে রয়েছেন রাজস্থান রয়্যালসের প্রাক্তন কোচ কুমার সঙ্গকারা। দু’জনের পরনে ছিল রাজস্থানের জার্সি। সেই ছবি ভাইরাল হতেই নেটপাড়ার একাংশের প্রশ্ন, তবে কি মালাইকার জীবনে লাগল নতুন বসন্তের ছোঁয়া? আবার কেউ কেউ সরাসরি প্রশ্ন করে বসলেন, মালাইকা কি কুমার সঙ্গকারার প্রেমে পড়েছেন? আবার অনেকেই অনুমান করে বসলেন, হয়ত প্রাক্তন ক্রিকেটারের আমন্ত্রণেই গুয়াহাটিতে গিয়েছিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: Saurav-Darshana: নেহা কক্করের মতো অবস্থা সৌরভের! ক্ষোভ উগরে দিলেন অভিনেতা
সবটাই জল্পনা!
যদিও সবটাই জল্পনা। পাশাপাশি বসে একটি খেলার ম্যাচ দেখা মানে যে তাঁরা সম্পর্ক রয়েছেন, এমনটা কোনও মানে নেই। এই প্রেম জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মালাইকা কোনও মন্তব্য করেননি। পুরোটাই নেটিজেনদের অনুমান।