ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় বাজেটে সিঁকে ছেড়েনি বাংলার ভাগ্যে, এমনই দাবি করেছে রাজ্য। বুধবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের পরই সাংবাদিক সম্মেলন করে রাজ্য বাজেটকে (West Bengal Budget 2025) সামনে রেখে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দুটো বাজেটকে পাশাপাশি রেখে দেখুন। ওরা অনেক প্রতিশ্রুতি দেয়, ভোট মিটলে সেগুলো করে না। আমরা ভোট দেখে বাজেট করি না। আমরা নিজেদের সীমিত ক্ষমতার মধ্যেও মানুষের জন্য সার্বিক উন্নয়নের কাজ করি’ বিজেপিকে ভুতুড়ে রাজনৈতিক দল বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাজেটে বাংলার বরাদ্দ (West Bengal Budget 2025)
বুধবার বাজেট (West Bengal Budget 2025) পেশের পর কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। ‘আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না’। বিধানসভা বাজেট পেশের পর ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য ২৮ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। কোন কোন স্কিমে কত মানুষ সুবিধা পেয়েছেন, সে কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
‘বাংলার বাড়ি’ প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ। আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। রাজ্য বাজেটে ১ লক্ষেরও বেশী আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন দেবে সরকার। অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়ার জন্য ২০০ কোটি বরাদ্দ। গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা। সুফল বাংলার আরও ৩৫০ স্টল তৈরির জন্য বরাদ্দ ২০০ কোটি টাকা। রাজ্য বাজেটে বরাদ্দ বাড়ল- DA, নদী বন্ধন, পথশ্রী, প্রকল্পে। বাজেটে (West Bengal Budget 2025) বরাদ্দ বাড়ল- ঘাটাল মাস্টার প্ল্যান, নদী ভাঙন রোধেও।
বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। আর সেদিকেই পাখির চোখ রেখে গ্রামীণ-নগরোন্নয়ন খাতে বরাদ্দ বাড়াল তৃতীয় মমতার সরকার। এখন দেখার ভোট বাক্সে এই বাজেট কতটা প্রভাব ফেলে।