Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পহেলগাঁও কাণ্ডের পর ধাক্কা খেয়েছিল জম্মু-কাশ্মীরের পর্যটন শিল্প। বৃহস্পতিবার নবান্নে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee) রাজ্যবাসীর উদ্দেশে আবেদন করলেন কাশ্মীরে যাওয়ার জন্য। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী জানান, পুজোর পর তিনি নিজেও কাশ্মীরে যেতে পারেন।
বাংলার পর্যটকদের ফের কাশ্মীরমুখী হওয়ার বার্তা (Mamata Banejee)
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আতঙ্কিত না হয়ে কাশ্মীরে আসুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banejee) সঙ্গে বৈঠক করার পর বাংলার পর্যটকদের আরও বেশি করে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বৃহস্পতিবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banejee) সঙ্গে দেখা করলেন ওমর। সূত্রের খবর, দুই মুখ্যমন্ত্রীর আলোচনায় কাশ্মীর নিয়ে কেন্দ্রের ভূমিকা, নিরাপত্তা, পর্যটনের পুনরুদ্ধার এবং পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় সব প্রসঙ্গই উঠে এসেছে।
মমতাকে কাশ্মীর সফরের আমন্ত্রণ ওমর আবদুল্লার (Mamata Banejee)
পহেলগাঁও কাণ্ডের পর প্রথম বার বাংলায় এলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক ওমর। পহেলগাঁওয়ের ঘটনার পর বাংলা থেকে একটি প্রতিনিধি দল জম্মু-কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরিতে পাঠিয়েছিলেন মমতা (Mamata Banejee)। সেই কথা মনে করিয়ে ওমর বলেন, ‘‘বাংলার প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিল। তাঁদের অভাব-অভিযোগ শুনেছিল। প্রতিনিধি দল পাঠানোর জন্য দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) ধন্যবাদ জানাই।’’ তার পরেই তিনি বলেন, ‘‘আমি চাই ভবিষ্যতে পশ্চিমবঙ্গ এবং জম্মু-কাশ্মীর বাণিজ্য, পর্যটন শিল্পে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সেই কারণে আমি দিদিকে কাশ্মীরে আমন্ত্রণ জানিয়েছি।’’
মমতার বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি পুজোর পর কাশ্মীরে যাওয়ার চেষ্টা করব।’’ তার পরেই তিনি জানান, সব দিক থেকে কাশ্মীরকে সাহায্য করার জন্য প্রস্তুত তাঁর সরকার। মমতার কথায়, ‘‘আমাদের পর্যটকদের উচিত কাশ্মীরে যাওয়া। কোনও ভয় নেই।’’ পাশাপাশি, পর্যটকদের নিরাপত্তায় জোর দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আরও বেশি পর্যটক যাতে জম্মু-কাশ্মীরে যেতে পারেন, তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে পদক্ষেপ করতে হবে। সীমান্ত সুরক্ষা কেন্দ্রের হাতে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত তাদের। প্রয়োজনে ওমর আবদুল্লার সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ করুক।’’