ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঝাড়গ্রামের আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সামনে মুখ খুললেন জাতীয় স্তরের রেফারি রাজশ্রী হাঁসদা। জানালেন, কম বয়সী মহিলা খেলোয়াড়দের পরিবার থেকে বিয়ের জন্য চাপ আসছে। অথচ মেয়েরা এখন বিয়ে নয়, বরং নিজেদের কেরিয়ার গড়তে চায়। বিষয়টি শুনে মঞ্চেই দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিলেন, তরুণীদের যেন এখনই বিয়ে না হয়, সে দিকটি প্রশাসন নিশ্চিত করবে। পাশাপাশি, খেলোয়াড়দের জন্য সরকারি চাকরির ব্যবস্থার কথাও বলেন তিনি।
তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস (Mamata Banerjee)
পটুলিয়া গ্রামের বাসিন্দা রাজশ্রী ছোট থেকেই ফুটবলে আগ্রহী (Mamata Banerjee)। বর্তমানে শারীরশিক্ষায় স্নাতকোত্তরে পাঠরত এই কৃতি কন্যা জাতীয় স্তরের রেফারিও বটে। ফুটবল ম্যাচে রেফারিং করার পাশাপাশি বহু প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘‘২০২১ সালেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল। তখনও বলেছিলাম বিয়ের চাপের কথা। এ বার আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালে তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।’’

মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, ‘‘অ্যাকাডেমির মেয়েরা খেলার দিকে মন দিতে চায়। বিয়ের বয়স হলে নিশ্চয় হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়। মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে-ওরাও ভবিষ্যতে দেশের গর্ব হবে।’’ তিনি আরও বলেন, ‘‘কন্যাশ্রী প্রকল্পে বহু মেয়ে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছে। পরিবারগুলোকে বোঝাতে হবে যে মেয়েরা সমাজের মেরুদণ্ড। ওদের সামনে সুযোগ তৈরি করতে হবে।’’