ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজারহাটে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস। হাতিশালায় ১৭ একর জমিতে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় দু’হাজার একর জমির ওপর সিলিকন ভ্যালি তৈরি হয়েছে। যেখানে ২৭ হাজার কোটি টাকার লগ্নি হয়েছে। বুধবার নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
পোশাকি নাম, ‘ইনফোসিস ডেভালপমেন্ট সেন্টার’। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, বাংলায় এখন শিল্পের জন্য আদর্শ জায়গা। একাধিক সংস্থা বাংলায় শিল্প গড়েছে আগামী দিনেও তৈরির জন্য ইচ্ছা প্রকাশ করেছে। এর মধ্যে একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা রয়েছে। সিলিকন ভ্যালিতে ২৮ টি কোম্পানি ইতিমধ্যে সেখানে কাজ শুরু করেছে। আরও ৪০টি কোম্পানি কাজ শুরু করেছে।
আরও পড়ুন: Gangasagar fair: ১৩ জানুয়ারি শুরু গঙ্গাসাগর মেলা, নবান্নে প্রস্তুতি-বৈঠক মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন: Mamata Banerjee News: ‘২৬-এর মধ্যে বাকি ১৬ লক্ষ বাড়ি’, বাংলার আবাসে ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন, শুধু ইনফোসিসের জন্য নয়, বাংলার জন্যও আজকের দিনটি ঐতিহাসিক। এর ফলে কয়েক হাজার ছেলেমেয়ের কর্ম সংস্থান তৈরি হবে। তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য অত্যাধুনিক ইন্টারনেটের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শিল্পের জন্য সরকার ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছে। মুখ্যমন্ত্রী জানান, ইনফোসিসের নতুন ক্যাম্পাসে ৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এই সংস্থাকে দেখে আরও অনেক আইটি সংস্থা বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।