ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ মহাসপ্তমী (Durga Puja)। কলকাতা থেকে জেলা, উৎসবে মাতোয়ারা আট থেকে আশি। বালিগঞ্জ ২১ পল্লির মণ্ডপে একটুকরো স্টেশন। মণ্ডপে ঢোকার মুখেই কুলি। প্রতিদিনের রেলস্টেশনের চিত্র ফুটে উঠেছে তাঁদের মণ্ডপে। ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে আমবাঙালি থেকে সাধারণ মানুষের ট্রেন-রেলস্টেশনের সঙ্গে নিত্যদিনের সম্পর্ক। বালিগঞ্জ ২১ পল্লীর পুজো এবারে ৭৮ তম বর্ষে পদার্পণ করেছে। আর ২০২৪ এর দুর্গাপুজোয় তাঁদের থিম রেলস্টেশন।
পুজো উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, বালিগঞ্জ ২১ পল্লি ক্লাবের এবারের পুজো পরিকল্পনা সংবাহন। এবারে ৭৮ তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই পুজো। নিত্যদিনের যেসমস্ত যাত্রীরা যারা রেল যাত্রার সঙ্গে জড়িত তাদেরকে উৎসর্গ করে এইবারের থিম। মণ্ডপের ভেতরে ঢুকলেই দেখা যাবে, অপেক্ষারত অবস্থায় বসে রয়েছে একজন কুলি। অর্থাৎ ট্রেন চলাচলের সময় যে সমস্ত কুলি থাকেন তাদেরকে দিয়ে জিনিসপত্র সরবরাহের সেই ছবি তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: https://tribetv.in/tridhara-sammilani-has-come-up-with-a-novel-idea/
পাশাপাশি মণ্ডপের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে, একটি ফুট ব্রিজ। যা সাধারণত হাঁটাচলার কাজে ব্যবহৃত হয়। খড়গপুর, বজবজ, হাওরা, সাঁতরাগাছি সমস্ত স্টেশন কিন্তু দাড়িয়ে রয়েছে একেবারে মণ্ডপের ভেতরে । শুধু তাই নয় রেলওয়ে স্টেশনে ট্রেনের সময়সূচি ঘোষনার জন্য যে সাউন্ড বাজে সেই সাউন্ড এবং প্লাটফর্ম নম্বরও কিন্তু রয়েছে তাঁদের পুজো মণ্ডপে।
সঙ্গে সঙ্গে কত নম্বর প্লাটফর্মে ট্রেন দাঁড়াবে, কোন সিগনালে আসবে সেই সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে বালিগঞ্জ ২১ পল্লিতে। এককথা বলা চলে, বালিগঞ্জ ২১ পল্লির ঠাকুর দেখতে আসলে আপনি বুঝতেই পারবেন না, আপনি কোনও মণ্ডপে এসেছেন নাকি ভুল করে রেল স্টেশনে ঢুকে পড়েছেন!