ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার রামনবমী উপলক্ষে (Mamata Banerjee) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন, যাতে কোনও অশান্তি না হয়। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত নজরদারি রাখতে হবে তাঁকে। মমতার এই নির্দেশনা এবং সতর্কতা, বিশেষ করে রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
চাকরিহারা শিক্ষকদের পাশে মমতা (Mamata Banerjee)
এদিকে, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের (Mamata Banerjee) সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। মমতা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, তিনি চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবেন। তাঁর বক্তব্য, “যাঁরা বঞ্চিত, আমি তাঁদের পাশে ছিলাম, আছি থাকব।” মুখ্যমন্ত্রীর এই ঘোষণার মাধ্যমে তিনি বিরোধীদের মোকাবিলা করার একটি চ্যালেঞ্জ জানিয়েছেন।
বিরোধীদের আক্রমণ (Mamata Banerjee)
মমতার বিরুদ্ধে প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা (Mamata Banerjee) আক্রমণ শুরু করেছে। এই কারণে, তাঁর জন্য পাল্টা রাজনৈতিক মোকাবিলা ছাড়া অন্য কোনো উপায় নেই। নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ নেওয়া মমতার জন্য গুরুত্বপূর্ণ। বিরোধীরা এই বিষয়টিকে কাজে লাগিয়ে সরকারকে বিঁধতে চাইবে, কিন্তু মমতা তাদের সেই সুযোগ দিতে চান না।
বিজেপি ও সিপিএমকে আক্রমণ
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “একটা রাজনীতির কথা বলছি,” এরপর তিনি বিজেপি ও সিপিএমকে একত্রে আক্রমণ করেন। তিনি চাকরি হারানো শিক্ষকদের সমস্যার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর কথায়, “চাকরি শুধু ২৫,০০০ নয়, লক্ষ লক্ষ মানুষ এই সমস্যা দ্বারা প্রভাবিত।”

মুখ্যমন্ত্রীর আশ্বাস
মমতার কথায়, “যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের পরিবারের খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা বিপন্ন। এই অবস্থায়, বিজেপি ও সিপিএমও স্থিতিশীল থাকবে না।” এর মাধ্যমে তিনি প্রমাণ করতে চাইছেন যে, রাজ্যের জনগণের সমস্যা তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে, চাকরি হারানো শিক্ষকদের অনেকেই মুখ্যমন্ত্রীর আশ্বাসকে ইতিবাচকভাবে দেখছেন না। তাঁদের মধ্যে একজন বলেন, “মুখ্যমন্ত্রী তো আগে আমাদের পাশে দাঁড়াতে পারতেন। এখন সমস্যা তৈরি হয়ে গেছে।” অন্যদিকে, ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন।
আরও পড়ুন: Waqf Amendment Bill: ওয়াকফ বিল পাশ হতেই মোদীর পোস্ট, জানালেন শুভেচ্ছা
হাইকোর্টের রায় বহাল
হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল করেছে। এই পরিস্থিতিতে, বিরোধীরা মমতাকে সমালোচনা করার সুযোগ পেয়েছে। এই দুই দিকে একসঙ্গে মোকাবিলা করে মমতা পরিস্থিতি সামাল দিতে চাইছেন। তাঁর উদ্দেশ্য হল, জনগণের পাশে দাঁড়িয়ে বিরোধীদের রাজনৈতিক আক্রমণকে প্রতিহত করা।