ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বারংবার রাজনৈতিক আক্রমণে উঠে এসেছে অতীত। সংসদে কাগজ ছোড়া, বিধানসভা ভাঙচুরের ঘটনায় বার বার আঙুল উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee on Suvendu) দিকে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে সেই প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সংসদে কাগজ ছেঁড়ার কারণ জানিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মমতা নিজে এসে বিধানসভা ভেঙে দিয়েছিলেন (Mamata Banerjee on Suvendu)
সোমবার বিধানসভার অধিবেশনে সরস্বতী পুজো করা নিয়ে বাংলায় পরিস্থিতি সম্পর্কে মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি (Mamata Banerjee on Suvendu)। সেই মুলতুবি প্রস্তাবের উপর আলোচনা চেয়েছিল বিজেপি। কিন্তু এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে না বলে জানিয়ে দেন অধ্যক্ষ। বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকারের চেয়ারের কাছে গিয়ে কাগজ ছুড়ে দেন শুভেন্দু। এরপরেই শুভেন্দু অধিকারী, বিজেপি-র বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal), বিশ্বনাথ কারক (Vishwanath Karak) এবং বঙ্কিম ঘোষকে (Bankim Ghosh) একমাসের জন্য সাসপেন্ড করা হয় রাজ্য বিধানসভা থেকে।
“আমরা কাগজ ছিঁড়ে ফেলেছি, বিজনেস মানি না” (Mamata Banerjee on Suvendu)
বাইরে বেরিয়ে ২০০৬ সালের নভেম্বরে বিধানসভায় ভাঙচুরের প্রসঙ্গ টেনে আনেন রাজ্যের বিরোধী দলনেতা (Mamata Banerjee on Suvendu)। তিনি বলেন “আমরা কাগজ ছিঁড়ে ফেলেছি, বিজনেস মানি না। ২০০১ থেকে ২০১১, তৃণমূল যখন বিরোধী ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে বিধানসভা ভেঙে দিয়ে গিয়েছিলেন। লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে কাগজ ছুড়ে কে মেরেছিল? দেখেননি আপনারা? শুভেন্দুর অভিযোগ “বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তার জন্যই বিরোধী দলনেতা-সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে (Mamata Banerjee on Suvendu)।”
‘কেন সংসদে কাগজ ছিঁড়েছিলেন মমতা’
মঙ্গলবার বিধানসভায় জবাবে ভাষণে শুভেন্দুর এই আক্রমণের জবাব দেন মমতা। তিনি বলেন, “ওই সময় বিজেপি, কংগ্রেস, সিপিএম আমাকে একটা কথা বলতে দিত না। অথচ ৩৯ শতাংশ ভোট ছিল আমাদের। আমি যখন কাগজ ছিড়েছিলাম, তখন আমি একা ছিলাম। একটা প্রশ্নও করতে দেওয়া হত না। বাধ্য হয়েই উত্তেজিত হয়ে গিয়েছিলাম, আমি একটা জিনিসও ভাঙিনি।” মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে রাজ্য বিধানসভায় ৫০ শতাংশ সময়ই বিরোধীদের দেওয়া হয়। তারপরও সরকারের বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে।
জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে কটাক্ষ শুভেন্দুর
বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূলের সরকারের মদতেই বাংলায় জঙ্গিদের বাড়বাড়ন্ত। মঙ্গলবার এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমার সঙ্গে জঙ্গিদের সম্পর্ক আছে? প্রমাণ দিলে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেব। পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন বলেও জানিয়েছেন তিনি।” বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, “মাফিয়াদের কোনও জায়গা নেই বাংলায়”।
শুভেন্দুর কটাক্ষের পাল্টা জবাব মমতার
বিধানসভায় ভাঙচুরের যে প্রসঙ্গ শুভেন্দুর মুখে শোনা গিয়েছিল, তা ২০০৬ সালের ৩০ নভেম্বরের ঘটনা। সিঙ্গুরে যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হন মমতা। এর পর সটান বিধানসভায় চলে আসেন। সেই সময় তাঁর উপস্থিতিতে লবিতে ভাঙচুর চালাতে দেখা যায় তৃণমূলের কয়েকজনকে। গতকাল সেই প্রসঙ্গ তুলে ধরেছিলেন শুভেন্দু। মঙ্গলবার তারই জবাবে শুভেন্দুকে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।