ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিহারে ভোটের আগে নির্বাচন কমিশনের (Mamata Banerjee) বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক। সেই আবহেই বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রশাসনিক সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমে এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেন, ভোটার তালিকা থেকে কোনও প্রকৃত ভোটারের নাম যেন অকারণে বাদ না যায়, তা নিশ্চিত করতে হবে।
বিশেষ অনুরোধ (Mamata Banerjee)
তিনি বলেন, বুথ লেভেল (Mamata Banerjee) অফিসার (BLO)-দের কাছে তাঁর বিশেষ অনুরোধ, তারা যেন কাউকে অযথা হয়রানি না করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “ভোটের দিন ঘোষণার আগে এবং পরে প্রশাসনিক দায়িত্ব রাজ্য সরকারের। বিএলও-রা রাজ্য সরকারেরই কর্মচারী। কাজেই তাঁদের মনে রাখতে হবে, তাঁরা কার হয়ে কাজ করছেন।”
জেলা শাসকদের উদ্দেশেও কড়া বার্তা
মুখ্যমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, “ধরুন, কেউ কয়েকদিনের জন্য বাইরে গেছেন। তার নাম তালিকা থেকে বাদ দেওয়া কি যুক্তিসঙ্গত? এভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না।” তিনি জেলা শাসকদের উদ্দেশেও কড়া বার্তা দেন। তাঁর অভিযোগ, অনেক সময় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা দায়িত্ব নিচের স্তরের কারও উপর ছেড়ে দেন, যা প্রশাসনিক ত্রুটির কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, “দিল্লিতে যে প্রশিক্ষণ হয়েছে, সেখানে এক হাজারের বেশি রাজ্যকর্মী অংশ নিয়েছেন। অথচ রাজ্য সরকার, এমনকি মুখ্যসচিব পর্যন্ত সে বিষয়ে কিছুই জানতেন না। এটা কাম্য নয়।”

আরও পড়ুন: Tollywood in which direction: বাংলা চলচিত্র কৌলিন্য হারিয়ে এখন গভীর সংকটে
তিনি আরও জানান, ১৭-১৮ জুলাই দিল্লিতে এবং পরে ২১ জুলাই কলকাতার নজরুল মঞ্চে বিএলও-দের জন্য প্রশিক্ষণ শিবির হয়। সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর মতে, বিহারের পরে বাংলাতেও কমিশন এই ধরনের তালিকা সংশোধনের উদ্যোগ নিতে পারে। তাই তিনি আগে থেকেই সতর্ক থাকতে বলছেন প্রশাসনকে। “জেলাশাসকদের চোখ-কান খোলা রাখতে হবে,” বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।