ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ১০ ডিসেম্বর দিঘা (Digha) যাবেন জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) নির্মাণ কাজ পরিদর্শন করতে। ২০১৮ সালে দিঘা সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পুরীর আদলে ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে একটি জগন্নাথ মন্দির নির্মিত হবে। কাজটি করবে হিডকো। পরে অবশ্য মন্দিরটি নতুন দীঘা এলাকায় স্থানান্তরিত করা হয়।
কত একর জমিতে হচ্ছে জগন্নাথ মন্দির নির্মাণ? (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নির্দেশ অনুযায়ী, হিডকো সংস্থা দিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। তবে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা তৈরি হলে, মন্দিরের কাজ সেখানে থমকে যায়। পরে মন্দিরের স্থান পরিবর্তন করে নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে ২৫ একর জমিতে নির্মাণ কাজ শুরু হয়।
কত খরচে হচ্ছে জগন্নাথ মন্দির?(Mamata Banerjee)
এই প্রকল্পটির জন্য প্রায় ১৮০ কোটি টাকা খরচ করা হয়েছে। ২৫ একর জমিতে এই মন্দিরটি তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার। এই মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মাণ করা হচ্ছে। মন্দিরটির উচ্চতা ৬৫ মিটার। পুরীর সঙ্গে দিঘার (Digha) এই নবনির্মিত মন্দিরের পার্থক্য শুধু বিগ্রহে। পুরীর মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি কাঠের তৈরি, দিঘায় সেগুলি পাথরের তৈরি হবে। পাথরের মূর্তি থাকলেও ছোট জগন্নাথে দেবের নিমকাঠের মূর্তিতে এখানে পুজো হবে বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধানসভায় জানিয়েছিলেন।
আরও পড়ুন: Uttarbanga Dead Body: লাশের স্তূপ হাসপাতালে! নিষ্ক্রিয় প্রশাসন, উঠছে প্রশ্ন
দিঘায় মমতার কর্মসূচি
সূত্রের খবর, ১০ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দিঘা সফরে যাবেন। ১১ ডিসেম্বর দিঘার জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখবেন। মন্দিরের কাজের সম্পন্নতার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি। রাজ্য সরকারের পক্ষ থেকে মন্দিরের নির্মাণ কাজ যাতে দ্রুত শেষ হয়, সেজন্য সবরকমের সহযোগিতা ও তদারকি করা হচ্ছে। পরিদর্শন শেষে ১২ ডিসেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন পুরী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত রাজেশ দয়িতাপতিও।
আরও পড়ুন: RG Kar Junior Doctor Case: বিচার অধরা, আন্দোলন তীব্র করতে ‘ফেসবুক পেজ’ খুললেন নির্যাতিতার বাবা-মা
জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে ?
নতুন বছর ২০২৫ সালে রথযাত্রার আগেই দিঘার এই মন্দির উদ্বোধন হতে পারে বলেই সম্ভবনা রয়েছে । তবে এর আগে বিভিন্ন কারণে উদ্বোধনের তারিখ পিছিয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগে জগন্নাথ মন্দিরের(Jagannath Temple) নির্মাণের পর স্থানীয় সংস্কৃতির বিকাশ এবং পর্যটন শিল্পের উন্নতি আশা করা হচ্ছে। মন্দিরটি শুধু ধর্মীয় গুরুত্ব নয়, পর্যটকদের আকর্ষণও হতে চলেছে।