ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শালবনী সফরের আগেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হল সভাস্থল (Storm Damage)। প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল প্রস্তুত মঞ্চের পরিকাঠামো। উল্টে গেল পুরো কাঠামো, ছিঁড়ে গেল প্যান্ডেলের কাপড়, ক্ষতিগ্রস্ত হয়েছে শব্দ ব্যবস্থা ও বৈদ্যুতিক সংযোগ। ফলে মুখ্যমন্ত্রীর আগমনের ঠিক আগেই বড় ধাক্কা খেল প্রশাসনিক প্রস্তুতি।
মুখ্যমন্ত্রীর শালবনী সফর (Storm Damage)
আগামী ২১ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শালবনী সফর নির্ধারিত। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই জিন্দল গোষ্ঠীর তৈরি পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে চলেছেন তিনি। ফেব্রুয়ারি মাসে কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শিল্পপতি সজ্জন জিন্দল ঘোষণা করেছিলেন, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে গড়ে তোলা হবে দুটি ৮০০ মেগাওয়াট ক্ষমতার পাওয়ার প্ল্যান্ট। মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়েই সেই ঘোষণার সাক্ষী ছিল গোটা রাজ্য। সেই ঘোষণাকে বাস্তবায়িত করতেই মুখ্যমন্ত্রীর এই সফর।
আরও পড়ুন: Mamata Banerjee: নন-টেইন্টেড শিক্ষক-শিক্ষিকাদের আশ্বাস মুখ্যমন্ত্রীর, আইনি পথেই খুঁজবেন সমাধান!
শুধু শিলান্যাস নয়, ২২ এপ্রিল শালবনীতেই অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। একইসঙ্গে এলাকার মানুষকে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ফলে এই সফর ঘিরে ছিল চূড়ান্ত প্রস্তুতি। কিন্তু ঝড়ে ধূলিসাৎ সেই আয়োজন (Storm Damage)।
মঞ্চ উড়িয়ে নিয়ে গেল ঝড় (Storm Damage)
জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, “ঝড়ে মঞ্চের কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে (Storm Damage)। নিরাপত্তার স্বার্থে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত ফের নির্মাণের কাজ শুরু হবে।” ঘটনাস্থলে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দল। স্থানীয় ব্লক প্রশাসন, পুলিশ এবং অন্যান্য দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার জন্য।
আরও পড়ুন: Murshidabad Waqf Violence Case: মুর্শিদাবাদে এনআইএ তদন্তের আর্জি খারিজ করল হাইকোর্ট

এদিকে, এমন একটি গুরুত্বপূর্ণ শিল্পপ্রকল্পের শিলান্যাস ঘিরে রাজ্য সরকারের প্রত্যাশা অনেক। মুখ্যমন্ত্রী নিজেই একাধিকবার জোর দিয়েছেন, শিল্প আনতে হবে জেলায়, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে (Storm Damage)। শালবনীর এই প্রকল্প সেই পথেই এক বড় পদক্ষেপ।
তবে তার আগে ঝড়ের এই ধাক্কা সামলে, ফের প্রস্তুতি ছকে ফেলা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। এখন দেখার, নির্ধারিত সূচি মেনেই সফলভাবে সফর সম্পন্ন করতে পারে কি না জেলা প্রশাসন।