ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Mamata Banerjee) বৃহস্পতিবার দলের মহাসমাবশের আয়োজন করেছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টা এই সমাবেশ শুরু হয়েছে।
দুষলেন কংগ্রেসকে! (Mamata Banerjee)
তৃণমূলের এই মহা সমাবেশে বক্তব্য রাখার সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, “কংগ্রেস বিশ্বাসঘাতকতা না করলে ২০০১ সালেই তৃণমূল ক্ষমতায় আসত। বাম জামানার দুর্নীতি, অত্যাচারের কথা সকলেই জানে।”
‘গেরুয়া কমরেড’ বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুজোয় ক’দিন ছুটি দেয় আপনাদের সরকার? ছট পুজোয় ক’দিন ছুটি দেয়? ছুটি উইথড্র করেছিল এক অফিসার। তাকে শো কজ করা হয়েছে। বিজেপির বাইরেটা (Mamata Banerjee) হলুদ আর ভেতরটা লাল।”
আরও পড়ুন: Abhishek Banerjee: “ভয় পেয়েছে সিবিআই!”- চার্জশিট নিয়ে অকপট অভিষেক!
বাংলা যোগ্য জবাব দেবে
তৃণমূল সুপ্রিমো ও দলের সর্বোচ্চ নেত্রী বলেন, ‘‘মহারাষ্ট্র-দিল্লিতে ওরা বিজেপির খেলা ধরতে পারেনি। বাংলায় আমরা ধরব। যোগ্য জবাব দেব। ২০২৭ থেকে ২০২৯-এর মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপির আয়ু আর মাত্র ২-৩ বছর।’’

আরজি কর প্রসঙ্গে সরব নেত্রী
তিনি আরও বলেছেন, “ভোট এলেই ওরা ঠিক করে, কাকে জেলে ঢোকাতে হবে, কার নামে চার্জশিট দিতে হবে, কাকে চোর বলতে হবে! লজ্জা করে না! আরজি কর মামলার এখনও সমাধান করতে পারেননি।”