ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওষুধের দাম বৃদ্ধি (Medical Price Hike) নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে পথে নামারও ডাক দিয়েছেন তিনি। আগামী শুক্র এবং শনিবার রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কীসের জন্য কেন্দ্রে সরকার আছে?
১ এপ্রিল থেকেই ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ”আমি এই দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম যাতে দ্রুত প্রত্যাহার করা হয়, সেই আর্জি জানাচ্ছি।” মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন স্বাস্থ্যবিমায় জিএসটি বসানো হবে, কেন বারবার এভাবে ওষুধের দাম বাড়ানো হবে? ওষুধের দাম (Medical Price Hike) বাড়িয়ে আদতে সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে বলে স্পষ্ট দাবি মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন: Siliguri Bus Accident: চলতে চলতে খুলে গেল চাকা, দুর্ঘটনার মুখে স্কুল বাস
ওষুধের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ (Medical Price Hike)
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে, ডায়াবেটিস, হার্টের গুরুত্বপূর্ণ একাধিক ওষুধ ছাড়াও ব্লাড থিনার, ব্লাড প্রেশার থেকে শুরু করে জ্বর, বমি, গ্যাস, হাঁপানি, এইডস-এর মতো ওষুধের দামও (Medical Price Hike) বাড়ানো হয়েছে। সব মিলিয়ে ৭৪৮টি ওষুধ। ওষুধের পাশাপাশি দাম বাড়ছে স্টেন্ট-অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। ১.৭৪ শতাংশ পর্যন্ত বাড়বে বিভিন্ন ওষুধের দাম। এত দাম নিয়েই ঘোর আপত্তি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রকে নিশানা করে মমতার কটাক্ষ, ”কীভাবে চিকিৎসা করাবে মানুষ তাঁরা ভাবে না। ডাক্তার যখন এই ওষুধগুলি লিখবেন তখন গরিব মানুষ তা কিনতে পারবেন না (Medical Price Hike)। তাহলে কেন্দ্রীয় সরকার আছে কীসের জন্য? এই সিদ্ধান্ত কি একটি শ্রেণির জন্য নেওয়া হচ্ছে, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করাতে পারে? শুধুমাত্র ওদের জন্য সরকার চলবে?”
আরও পড়ুন: WB Government: সরকারি প্রকল্পের নজরদারিতে খুললো নয়া পোর্টাল!
ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে পথে নামারও ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৪ এবং ৫ তারিখ রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে বেলা ৪টে থেকে ৫টা প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছেন মমতা। তাঁর কথায়, ”আমি এই দাম বৃদ্ধির (Medical Price Hike) তীব্র প্রতিবাদ করছি। বর্ধিত দাম যাতে দ্রুত প্রত্যাহার করা হয়, সেই আর্জি জানাচ্ছি।” মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, কেন স্বাস্থ্যবিমায় জিএসটি বসানো হবে, কেন বারবার এভাবে ওষুধের দাম বাড়ানো হবে? কেন হীরেতে জিএসটি নেই, জিরেতে আছে, তার জবাব চেয়েছেন তিনি। তৃণমূল সাংসদদের সংসদেও এই বিষয়টি নিয়ে সরব হতে নির্দেশ দিয়েছেন মমতা।