ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাজা ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেইমতো ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মঙ্গলবার ফের সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনা বিরলতম বলে দাবিও করলেন তিনি। একইসঙ্গে অবৈধ অনুপ্রবেশ নিয়েও প্রশাসনকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘বিরলতম ঘটনা’ দাবি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সোমবার সাজা ঘোষণা হল আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় (RG Kar murder case) একমাত্র দোষী সঞ্জয় রায়ের। নির্যাতিতার পরিবার তো বটেই সিবিআইয়ের আইনজীবীও সঞ্জয়ের (Sanjay Roy) মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল। কিন্তু বিচারক অনির্বাণ দাসের চোখে ‘এই মামলাটা কোনও ভাবেই বিরল থেকে বিরলতমের মধ্যে পড়ছে না’ তাই সব তথ্য প্রমাণের ভিত্তিতে ফাঁসি নয় আমরণ কারাবাসের নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন: Sanjay Roy: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, মামলা দায়ের করার অনুমতি ডিভিশন বেঞ্চের
সাজা ঘোষণার পরই সন্তুষ্ট নয় বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর পরামর্শমতো সাজা ঘোষণার পরদিনই সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতিও মিলেছে। এই পরিস্থিতিতে সঞ্জয় প্যারোলে ছাড়া পেয়ে যেতে পারে বলে মালদহের সরকারি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আরজি করে হাসপাতালে কর্মরত চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা বিরলতম ও স্পর্শকাতর দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Basanti: বাসন্তীতে মাটি খুঁড়ে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার, গ্রেফতার ২ স্থানীয় যুবক
বর্ডার নিয়ে উদ্বিগ্ন মমতা (Mamata Banerjee)
রাজ্যে একের পর এক বেড়ে চলেছে অপরাধ। কোনও কোনও দেখা যাচ্ছে অপরাধীরা বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী। বিহার, ঝাড়খণ্ড থেকেও বাংলায় চলে আসছে অপরাধীরা। যা নিয়ে শাসক দলের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন বিরোধীরা। মঙ্গলবার মালদহের সরকারি অনুষ্ঠান থেকে প্রশাসনকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মালদহে বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের বর্ডার। যাতে কোনও গুন্ডা আসতে না পারে, তা নিয়ে আরও কড়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওপার থেকে এসে কোনও জঙ্গি বাড়ি বা হোটেল ভাড়া নিয়ে ঘুঘুর বাসা না বাঁধতে পারে, বাংলাদেশ অস্থিরতায় মাঝে মধ্যেই প্রশাসনকে সতর্ক করলেন তিনি।
সঞ্জয়ের ফাঁসি এবং অনুপ্রবেশ নিয়ে রাজ্য যে কোনও আপোস করবে না, তা আরও একবার কড়া ভাষায় বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।