ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কালীগঞ্জ(Kaliganj)উপনির্বাচনের ফলাফলে ফের জোড়াফুলের জয়জয়কার। প্রত্যাশিত ভাবেই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয় তৃণমূল কংগ্রেসে৷ ৪৭ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জোর টক্কর চলে তৃণমূল,বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে৷ তবে বিজেপি এবং কংগ্রেসকে হারিয়ে জয়ের শিরোপা উঠল তৃণমূলের মাথায়।
কালীগঞ্জ উপনির্বাচনে সবুজ ঝড়(Kaliganj)
কালীগঞ্জ(Kaliganj) উপনির্বাচনে সবুজ ঝড়। বড় ব্যবধানে জয়ী তৃণমূলের আলিফা আহমেদ। বাবা নাসিরুদ্দিন আহমেদের ‘ঐতিহ্য’ ধরে রাখতে সক্ষম হয়েছেন কর্পোরেট চাকরি ছেড়ে মেঠো রাজনীতিতে নামা আলিফা আহমেদ। বাবাকেও ছাপিয়ে গেলেন মেয়ে! সোমবার উপনির্বাচনের ফলাফলে মহুয়া মৈত্রর এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী ৪৭ হাজারের বেশি ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করে সবুজ ঝড় বইয়ে দিলেন কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা।
এই ফলাফলে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি মা-মাটি-মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি এই জয় প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে উৎসর্গ করেছেন মা-মাটি-মানুষকে।
শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর(Kaliganj)
সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, “কালীগঞ্জ(Kaliganj) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুল ভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ।” একই সঙ্গে মমতা লেখেন, “আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।”
আরও পড়ুন: Manoranjan Byapari: বিধানসভায় হঠাৎ অসুস্থ মনোরঞ্জন ব্যাপারী, নিয়ে যাওয়া হল SSKM-এ
সবুজ আবির উড়িয়ে অকাল দোল কালীগঞ্জে
কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে গত ১৯ জুন উপনির্বাচন হয়। সোমবার উপনির্বাচনের ফলপ্রকাশ। গণনার শুরু থেকেই ব্যবধান বাড়াতে বাড়াতে এগিয়ে চলেছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। অষ্টাদশ রাউন্ডের পরই দেখা যায়, ২০২১ এর বিধানসভা নির্বাচনে প্রয়াত বিধায়কের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তিনি। আর এই ফলাফল জেনেই জয়ের উৎসব শুরু করে দেন এলাকার তৃণমূল কর্মী, সমর্থকরা। সবুজ আবির উড়িয়ে অকাল দোল শুরু হয় কালীগঞ্জে।