Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভয়ঙ্কর কাণ্ড। দিন দুপুরে বেকারির দোকানে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা(Man Murdered)। আর গোটা ঘটনা ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোপ্পাল জেলায়। এই ঘটনায় এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্পত্তি সংক্রান্ত বিবাদ (Man Murdered)
জানা গেছে, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কোপানোর জন্যে হাঁসুয়া নিয়ে একটি বেকারির দোকানে ঢুকে পড়ে সাতজন দুষ্কৃতী(Man Murdered)। দোকানপাট ভাঙচুর করার পর দুষ্কৃতীরা ব্যক্তিকে ধারালো ভোজালি দিয়ে নৃশংসভাবে হত্যা করে। সিসিটিভি ফুটেজে নৃশংস হামলার দৃশ্যটি ফুটে উঠেছে। সিসিটিভি ফুটেজ দেখেই পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ। বিষয়টি সোমবার পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। কিন্তু ঘটনাটি ঘটেছে ৩১ মে রাতে।
নৃশংস হত্যাকাণ্ড (Man Murdered)
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, চেনাপ্পা নারিনাল নামে এক ব্যক্তিকে তাড়া করতে করতে হাঁসুয়া নিয়ে ওই বেকারির দোকানে ঢুকে পড়ে দুষ্কৃতীর দল(Man Murdered)। এরপর ওই ব্যক্তিকে হাতের মুঠোয় পেয়ে তাঁর পিঠে লাগাতার কোপ মারতে থাকেন এক ব্যক্তি।যার জেরে ওই ব্যক্তি চিৎকার করতে শুরু করেন। আর এই দৃশ্য দেখে দোকানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে যান। আসলে ওই ব্যক্তি দুষ্কৃতীদের নজর এড়াতে বেকারিতে ঢুকে পড়েছিল। কিন্তু তার পিছু নেন দুষ্কৃতীরা। কিন্তু তিনি নিস্তার পাননি। পিছু নেওয়া দুষ্কৃতীরা প্রথমে ওই ব্যক্তিকে দোকানে ঢুকে মারধর করেন। এরপর কমপক্ষে দুইজন ব্যক্তি তাঁকে হাঁসুয়া দিয়ে আক্রমণ করেন। অন্যদিকে, আরেকজন দুষ্কৃতী তাঁকে কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। হামলা থেকে নিজেকে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি।
আরও পড়ুন- Sudarshan Chakra: আগামী বছরই ভারতে হাতে আরও ৫ সুদর্শন চক্র
নির্বিকার পথচারীরা (Man Murdered)
ভুক্তভোগী বেকারির দোকান পুরোটা ঘোরার পরেও তাঁর পিছু ছাড়েনি দুষ্কৃতীরা(Man Murdered)। কয়েক সেকেন্ড পরে, নরিনাল বেকারি থেকে দৌড়ে বেরিয়ে গেলে রাস্তায় ফেলে তাঁকে দুই থেকে তিনজন দুষ্কৃতী একাধিকবার ছুরিকাঘাত করে। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নির্বিকার হয়ে দেখতে থাকেন আশে পাশের লোকজন। কিন্তু কাউকে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্যে ছুটে যেতে দেখা যায়নি। জানা যায়, সম্পত্তিগত বিরোধের জেরে ওই ব্যক্তিকে আক্রমণ করেছিলেন দুষ্কৃতীরা।ইতিমধ্যে এই ঘটনায় অন্তত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম রবি, প্রদীপ, দুই মঞ্জুনাথ, নাগরাজ, গৌতম এবং প্রমোদ।
আরও পড়ুন- PM Modi: কানাডায় জি ৭ সম্মেলনে নাও যেতে পারেন প্রধানমন্ত্রী; রিপোর্ট
সক্রিয় পুলিশ (Man Murdered)
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পুরনো শত্রুতা এবং সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে(Man Murdered)। পরিস্থিতি পর্যালোচনা করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা অপরাধস্থল পরিদর্শন করেছেন। এবং পুলিশ আরও তদন্ত চালাচ্ছে।