ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জানুয়ারির শেষের পর এই প্রথমবার সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ম্যাচ জয়ের (Man United Win) লক্ষ্যে থাকা ইউনাইটেড ২৮তম মিনিটে ডেনিশ হোয়লুন্ডের গোলে এগিয়ে যায়। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে প্রথম গোল করলেন তিনি।
লেস্টারকে ৩-০ গোলে হারিয়ে জয় পেল ইউনাইটেড (Man United Win)
ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তরুণ তারকা রাসমুস হোয়লুন্ড ও আলেহান্দ্রো গারনাচো অবশেষে গোলের খরা কাটালেন (Man United Win)। ব্রুনো ফার্নান্দেজও তাল মিলিয়ে গোল করলেন। এই তিন গোলেই প্রিমিয়ার লিগে রবিবার লেস্টার সিটিকে ৩-০ গোলে হারাল ইউনাইটেড।
হোয়লুন্ডের বহু প্রতীক্ষিত গোল (Man United Win)
গত জানুয়ারির পর থেকে প্রথমবার টানা দুটি ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড (Man United Win)। ম্যাচের ২৮তম মিনিটে ডেনিশ ফরোয়ার্ড হোয়লুন্ড ইউনাইটেডকে এগিয়ে দেন। এটি ছিল তাঁর ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর প্রথম গোল।
লেস্টার কখনোই সমতায় ফেরার মতো চাপ তৈরি করতে পারেনি। ৬৭তম মিনিটে গারনাচোর গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আর্জেন্টাইন এই উইঙ্গারের এটি ছিল নভেম্বরের পর প্রথম গোল।
ফার্নান্দেজের চোখ ধাঁধানো গোল
শেষ মুহূর্তে ব্রুনো ফার্নান্দেজ দুর্দান্ত এক গোল করে স্কোরলাইন ৩-০ করেন। এই জয়ের ফলে রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড উঠে এল ১৩তম স্থানে। অন্যদিকে, লেস্টার এখন আরও অবনমনের মুখোমুখি। তারা ১৯তম স্থানে রয়েছে।
আরও পড়ুন: IPL 2025 Opening Ceremony: ইডেনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫
অধঃপতনের পথে লেস্টার
এই ম্যাচে নামার আগে ইউনাইটেড নিজেদের বাজে পারফরম্যান্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। লেস্টার ছিল সেই দিক থেকে আদর্শ প্রতিপক্ষ। খেলা শুরুর পরই ইউনাইটেড আক্রমণাত্মক মেজাজে ছিল। ক্রিশ্চিয়ান এরিকসেন দুর্দান্ত এক শটে পোস্ট কাঁপান। এরপর ২২ ম্যাচ পর হোয়লুন্ড গোল করেন, যা ইউনাইটেডকে এগিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে গারনাচো একটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে তিনি বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ শটে গোল করেন এই আর্জেন্টাইন উইঙ্গার। এরপর ফার্নান্দেজও নিজের ছন্দে ফেরেন। বৃহস্পতিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ইউরোপা লিগে হ্যাটট্রিক করা এই পর্তুগিজ মিডফিল্ডার অসাধারণ এক গোল করে ইউনাইটেড সমর্থকদের আরও উচ্ছ্বাসে ভাসান।
আরও পড়ুন: Harry Brook IPL Ban: হ্যারি ব্রুকের আইপিএল নিষেধাজ্ঞাকে ক
লেস্টারের রেকর্ড খারাপতম পারফরম্যান্স
এই হার লেস্টারের জন্য আরও দুঃসংবাদ নিয়ে এসেছে। ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে তারা প্রথম দল, যারা টানা সাতটি হোম ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে এবং হেরেছে। ২৯ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে তারা অবনমনের মুখে দাঁড়িয়ে আছে। নিরাপদ জায়গা থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।