ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে অশান্তির আবহে প্রকাশ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে জাল পাসপোর্ট তৈরির কারবার। বেহালায় ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরি হত। মোটা টাকার বিনিময়ে চলত নকল আধার তৈরির কারবারও। এবার সেই কারবারের মাথাকে চাঁদপাড়া থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
পাসপোর্ট জালিয়াতি কান্ডে এটা সপ্তম গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ। ধৃতের নাম মনোজ গুপ্তা (Manoj Gupta Fake Passport)। শনিবার গভীর রাতে তাকে গাইঘাটা থানার চাঁদপাড়ার স্টেশন রোডের একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি চক্রের মাথা ছিল সে। বেহালার সখের বাজারে ট্রাভেল এজেন্সি সংস্থার আড়ালে চলত জাল পাসপোর্ট তৈরি (Manoj Gupta Fake Passport)। পাসপোর্ট বানানোর জন্য তৈরি হত ভুয়ো পরিচয়পত্র। এর মধ্যে অন্যতম ছিল আধার কার্ড। আর এই জাল পাসপোর্ট চক্রের অন্যতস কিং পিন ছিলো ধৃতে মনোজ গুপ্তা। যদিও তাকে যে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সেই বাড়ির মহিলার দাবি, তিনি মনোজগুপ্তকে চেনেন না। তার এক ভাই মনোজ গুপ্তাকে (Manoj Gupta Fake Passport) দুদিন আশ্রয় দেবার জন্য বলেছিল। মহিলাকে বলা হয়েছিল তার পরিবারের অশান্তি চলছে সেই কারণে তাকে আশ্রয় দিতে বলা হয়েছিল। যে বাড়িতে আশ্রয় নিয়েছিল এই বাড়িটি বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তির তিনি এখানে থাকেন না বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: https://tribetv.in/shantipur-awas-yojana-issue-many-people-loose-scheme/
আরও পড়ুন: https://tribetv.in/tmc-news-at-bahngar-areas-saukat-molla-comments-about/
অন্যদিকে পশ্চিমবঙ্গ ৩ দেশের সীমান্ত ঘেরা রাজ্য হওয়া অবৈধ অনুপ্রবেশ ক্রমশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য পুলিশ-প্রশাসনের। চিন্তা বাড়িয়েছে কাঁটাতারহীন দীর্ঘতম সীমান্ত। যদিও জঙ্গি, অবৈধ অনুপ্রবেশকারী ধরতে যে কলকাতা ও রাজ্য পুলিশের যে দারুণ ট্র্যাকরেকর্ড রয়েছে। রবিবার সাংবাদিক বৈঠকে সে কথা জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বলেন, ”এপার বাংলায় সম্প্রীতি বজায় রাখুন। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সীমান্ত রয়েছে। প্রতিবেশী দেশের অস্থিরতার সুযোগে এ রাজ্যে সমস্যা করবেন না”
জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। এই চক্রের মাস্টার মাইন্ড হিসেবে স্থানীয় পঞ্চায়েত ও পৌরসভাকেই দায়ি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: https://tribetv.in/tmc-worker-allegedly-lost-his-life-at-nandigram-areas/
বাংলাদেশ থেকে ক্রমশ বাড়ছে অনুপ্রবেশকারীর সংখ্যা (Manoj Gupta Fake Passport)। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৩৪৯ জল বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীকে। তাদের এ দেশে আসার সহায়তা করার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ৪৯ জন ভারতীয়। এই আবহে এবার ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থান নিচ্ছে লালবাজার। পাসপোর্টের পুলিশি যাচাই নিয়ে ওসিদের কড়া নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সব মিলিয়ে এখন দেখার টাকা ফেললেই বাংলাদেশি থেকে ভারতীয় হয়ে যাওয়ার এই জালিয়াতি কারবারের চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত!