ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ধোনির (MS Dhoni) ২৬ বলে ৩০ রানের ইনিংস দলে তার স্থান এবং আইপিএলে তার ধারাবাহিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
ব্যাট হাতে ধার কমছে, প্রশ্নের মুখে ধোনি (MS Dhoni)
চেন্নাই সুপার কিংসের জন্য এখনও উইকেটের পিছনে ‘ম্যাজিক’ দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিন্তু ব্যাট হাতে এখন আর আগের সেই ধার নেই। আইপিএল ২০২৫ মরসুমে এখনও পর্যন্ত একটিও ম্যাচ ধোনির ব্যাটে জিততে পারেনি চেন্নাই। একসময়ের অন্যতম সেরা ‘ফিনিশার’ ধোনি এখন নিজেই হয়ে উঠেছেন একপ্রকার বোঝা।
ধোনির ব্যাটিং অর্ডারে নামা নিয়েও উঠছে প্রশ্ন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধোনি ২৬ বল খেলে মাত্র ৩০ রান করেন। এমন সময়ে ব্যাট করতে নেমেও যখন বড় ফিনিশ দিতে পারলেন না, তখন সমালোচনা আসাটাই স্বাভাবিক।
“২০২৩-এ অবসর নিলে ভালো হতো”— মন্তব্য মনোজ তিওয়ারির (MS Dhoni)
এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি সোজাসাপ্টা বলে দিলেন, ধোনির (MS Dhoni) দু’ বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল। ক্রিকবাজে একটি আলোচনায় তিনি বলেন, “ক্ষমা করবেন যদি একটু কড়া বলে ফেলি। ২০২৩ আইপিএল-এর পরই ওর অবসর নেওয়া উচিত ছিল। তখন ওর জন্য সেরা সময় ছিল। ওর অর্জনের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, গত দু’বছরে ওকে আর কেউ দেখতে পাচ্ছে না। হারিয়ে যাচ্ছে ও। দেখুন, কীভাবে চেন্নাইয়ের ফ্যানরা রাস্তায় নেমে প্রতিক্রিয়া দিচ্ছে।”
আরও পড়ুন: LSG Players Fined: আইপিএলে আচরণবিধি ভাঙলেন ঋষভ পন্থ ও দিগ্বেশ সিংহ, কড়া শাস্তি বিসিসিআইয়ের
কোচ ফ্লেমিং-এর বক্তব্য ঘিরে প্রশ্ন
চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং এক প্রেস কনফারেন্সে বলেছেন, ধোনির হাঁটুর সমস্যার জন্য সে ৮-১০ ওভারের বেশি ব্যাট করতে পারে না। কিন্তু এই যুক্তি মানতে নারাজ তিওয়ারি।
তিনি বলেন, “যখন ধোনি ২০ ওভার উইকেটকিপিং করতে পারে, তখন হাঁটুতে ব্যথা হয় না। যেখানে ওঠা-বসা, ডাইভ, রানআউট— সবই করতে হয়। সেখানে ব্যাট করতে গেলে কেন সমস্যা? তখন কেন বলা হয় ১০ ওভারের বেশি পারবে না? সব সিদ্ধান্ত যেন ধোনিকে ঘিরে নেওয়া হচ্ছে, অথচ দলের কোনো লাভ হচ্ছে না। আমি মনে করি এখনই সময় কঠোর সিদ্ধান্ত নেওয়ার। ওকে বোঝানো উচিত, এটা আর কাজ করছে না।”
অবসর জল্পনা ফের তীব্র
এই মরসুমে ধোনির পারফরম্যান্স দেখে অনেকেই ভাবছেন, এই বছরই হয়তো আইপিএল থেকে অবসর ঘোষণা করবেন মাহি। ইতিমধ্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন।
ধোনি চেন্নাইয়ের জীবন্ত কিংবদন্তি, কিন্তু ব্যাট হাতে যদি দলকে জেতাতে না পারেন, তাহলে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক নয়। এবার দেখার, ধোনি নিজেই এই বিতর্কের কী জবাব দেন, নাকি আসন্ন সময়ে ঘোষণা করেন শেষবারের মত বিদায়।