ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দ্বিতীয়বার মা হলেন মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। কোল জুড়ে এল নতুন অতিথি। ছেলে হল নাকি মেয়ে? সেই সুখবর অভিনেত্রী নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করলেন একটা কিউট ছবি।
বুধবার সকালে সুখবর (Manosi Sengupta)
বুধবার সুখবর দিলেন নিম ফুলের অভিনেত্রী মৌমিতা (Moumita) অর্থাৎ মানসী সেনগুপ্ত (Manosi Sengupta)। চলতি সপ্তাহের শুরুতেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার সকালে সবাইকে দিলেন সুখবর। কন্যা সন্তানের পর দ্বিতীয় সন্তান এল তাঁর কোলে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে সেখানে লিখে দিয়েছেন, তিনি এবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
লড়াকু মা (Manosi Sengupta)
শুধু অভিনেত্রী হিসাবে নয়, একজন লড়াকু মা হিসেবে মানসী সেনগুপ্ত (Manosi Sengupta) অনেকটাই এগিয়ে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাঁকে গাড়ি চালাতে দেখা গিয়েছে। শুটিংয়ের কাজ করেছেন। চিকিৎসক প্রথম দিকে তাঁকে পুরোপুরি বেড রেস্টে থাকার নির্দেশ দিয়েছিল। কারণ অভিনেত্রীর ছিল ‘হাই রিস্ক প্রেগন্যান্সি’। তবে অভিনেত্রী নিজের উপর থেকে ভরসা হারাননি। সাধের অনুষ্ঠানে এসেছিলেন গাড়ি চালিয়ে।
কবে শুটিংয়ে ফিরবেন?
এখন মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল, অভিনেত্রী তাঁর প্রিয়জনদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখন পরিবারে খুদে সদস্য এসেছে বলে কথা। আনন্দের জোয়ারে ভাসছে মানসীর পরিবার । অভিনেত্রী শীঘ্রই শুটিংয়ে ফিরবেন। কারণ অভিনয়কে তিনি মনে প্রাণে ভালোবাসেন। অভিনয় ছাড়া তাঁর পক্ষে ভালো থাকা সম্ভব নয়।
আরও পড়ুন: Filmfare Awards Bangla 2025: ফিল্মফেয়ারে দড়ির পোশাকে মনামী, ওজন শুনে তাজ্জব দর্শক! দেখুন
দক্ষ অভিনেত্রী
সম্প্রতি মানসীকে দেখা গিয়েছিল, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। যেখানে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকের সুবাদেই সম্প্রতি সোনার সংসার অ্যাওয়ার্ডে প্রিয় জা হিসেবে পুরস্কার পেয়েছেন। এছাড়াও তুখোর অভিনয় করতে দেখা গিয়েছিল ‘কোন গোপনে মন ভেসেছে ‘ ধারাবাহিকে। এখানেও মানসীকে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে।
খুশির জোয়ারে ভাসছে পরিবার
প্রসঙ্গত, একটা সময় মানসীর দাম্পত্যে নানান সমস্যা ছিল। শোনা গিয়েছিল , স্বামীর সঙ্গে মানসীর সম্পর্ক তলানিতে পৌঁছেছে। তবে তিনি মেয়ের কথা ভেবে দাম্পত্য সমস্যা মিটিয়ে নেন। এখন মেয়ের বয়স সাত বছর। এবার পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই এখন খুশির জোয়ারে ভাসছে গোটা পরিবার।
আরও পড়ুন: Dibyojyoti Dutta: দিব্যজ্যোতির পছন্দের জায়গা মায়াপুর! চৈতন্য মহাপ্রভু সেজে কেন ভয়ে আছেন অভিনেতা?
শুভেচ্ছার বন্যা
অভিনেত্রীও পোস্টে রীতিমত শুভেচ্ছার বন্যা। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। এছাড়াও টলিপাড়ার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। অরিজিতা মুখার্জি লেখেন ” এবার ভালো করে বড় করো। অনেক আনন্দে থাকো।” পরিচালক অয়ন সেনগুপ্ত লেখেন, ” খুব ভালো থেকো, সুস্থ থেকো।”