ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় তথা অন্তিম টেস্ট ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল (New Zealand tour of India 2024)। এই ম্যাচ ভারতীয় ক্রিকেট দল ২৫ রানে হেরে গেল। ভারতের সামনে জয়ের জন্য ১৪৭ রানের টার্গেট ছিল। কিন্তু, টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্ট মুখ থুবড়ে পড়ার কারণে এই ম্যাচটাও তারা জিততে পারল না। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া মাত্র ১২১ রানই করতে পারে। নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে নায়কোচিত পারফরম্যান্স করলেন এজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসে তিনি ৬ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসেও তিনি ৫ উইকেট নিয়েছিলেন।
প্রসঙ্গত, ২৪ বছর পর ভারতীয় ক্রিকেট দল ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল। ইতিপূর্বে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে এই লজ্জার নজির কায়েম করেছিল। তৃতীয় টেস্ট ম্যাচ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল নিউজিল্যান্ড।
আরও পড়ুন: Rishabh Pant: নিলামে পন্থের জন্য লড়াইয়ে কলকাতা বনাম চেন্নাই!
প্রথম ইনিংসে তারা ২৩৫ রানে অলআউট হয়ে যায়। এরপর টিম ইন্ডিয়া ২৬৩ রান করে সামান্য লিড বজায় রাখে। দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের ব্যাটাররা খুব ভাল পারফরম্যান্স করতে পারেনি। ১৭৪ রানে ফের অলআউট হয়ে যায় তারা।
আরও পড়ুন: Rape Case: টিউশন পড়তে যাওয়া পথে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেফতার তৃণমূল নেত্রীর ভাইপো
ম্যাচের তৃতীয় দিন অর্থাৎ রবিবার (৩ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। রোহিত (১১), যশস্বী (৫), বিরাট (১), সরফরাজ (১), শুভমান (১) কেউই বড় রান করতে পারেননি। তবে শেষপর্যন্ত হাল ধরলেন ঋষভ পন্থ। ৫৭ বলে ৬৪ রান করেন তিনি। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি। টিম ইন্ডিয়ার এই হার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে অনেকটাই প্রভাব ফেলবে।